বাংলাদেশি নাগরিকদের জন্য অনলাইন ভিসা সার্ভিস চালু করছে ভারতীয় হাইকমিশন। দীর্ঘদিন বন্ধ থাকার পর চালু হওয়া অনলাইন সার্ভিসে আপাতত দেয়া হচ্ছে না পর্যটন ভিসা।
শুরুতে নয়টি ক্যাটাগরির জন্য এই অনলাইন ভিসা সার্ভিস চালুর সিদ্ধান্ত নিয়েছে হাইকমিশন। শুক্রবার (৯ অক্টোবর) ভারতীয় হাইকমিশনের ভেরিফায়েড ফেসবুকে এক বার্তায় এই তথ্য জানানো হয়।
বার্তায় বলা হয়, ঢাকার ভারতীয় হাইকমিশন আনন্দের সঙ্গে জানাচ্ছে যে, বাংলাদেশি নাগরিকদের জন্য অনলাইন ভিসা সার্ভিস চালু করা হয়েছে। আপাতত মেডিকেল, ব্যবসা, কর্মসংস্থান, সাধারণ প্রবেশ (এন্ট্রি), সাংবাদিক, কূটনীতিক, অফিশিয়াল, জাতিসংঘ অফিশিয়াল এবং জাতিসংঘ কূটনীতিক এইসব ক্যাটাগরির জন্য অনলাইন ভিসা সার্ভিস চালু করা হয়েছে।
এই নয় ক্যাটাগরি ব্যতীত অন্যান্য ক্যাটাগরির জন্য অনলাইন ভিসা সার্ভিস খুব শিগগির চালু করা হবে বলে বার্তায় আভাস দেয় ভারতীয় হাইকমিশন।
(মত ও পথ অবলম্বনে)
# দেশ-বিদেশের গুরুত্বপূর্ণ খবর জানতে protisomoy ফেসবুক পেইজে লাইক দিয়ে এবং ভিডিও খবর দেখতে protisomoy news ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করে অ্যাকটিভ থাকুন।
Last Updated on October 9, 2020 1:00 pm by প্রতি সময়