শুক্রবার, ০৮ ডিসেম্বর ২০২৩, ০৩:১০ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
পেশাগত স্বচ্ছতাই পারে সমাজে সত্য ও সুন্দর প্রতিষ্ঠায় ইতিবাচক ভূমিকা রাখতে : কুমিল্লা প্রেসক্লাব সভাপতি কুমিল্লা শিক্ষা বোর্ডে মহান বিজয়ের মাস জুড়ে কর্মসূচির উদ্বোধন কুমিল্লা নগরীর উনাইসারে বাসে আগুন দেবিদ্বার আসনের স্বতন্ত্র প্রার্থী আবুল কালাম আজাদকে হুমকি : স্বেচ্ছাসেবকলীগ নেতাকে নির্বাচনি অনুসন্ধান কমিটির নোটিশ ব্রাহ্মণপাড়ায় বাল্য বিয়ে থেকে রক্ষা পেল সপ্তম শ্রেণীর ছাত্রী কুবিতে ভলিবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন ফিন্যান্স ও বাংলা বিভাগ দলবদল ডিগবাজি নয়, সাংবিধানিক অধিকার : ব্যারিস্টার শাহজাহান ওমর মুরাদনগরে পল্লী বিদ্যুৎ সমিতির বিরুদ্ধে সেবা প্রত্যাশি ও গ্রাহকদের নানা অভিযোগ কুমিল্লার ১১টি আসনে নির্বাচনি নির্বাচনপূর্ব অনিয়ম প্রতিরোধ ও নিয়ন্ত্রণে অনুসন্ধান কমিটি জীবনধারার পরিবর্তনই নিজের ও পরিবারের সবার হার্টকে সুস্থ রাখবে : ডা. তৃপ্তীশ কুমিল্লার ১১টি আসনে ৫৬ জনের মনোনয়ন বৈধ ঘোষণা কুমিল্লার ৫টি সংসদীয় আসনে ২৯ জনের মনোনয়ন বৈধ, বাতিল ও স্থগিতের তালিকায় হেভিওয়েট ৯ স্বতন্ত্র প্রার্থী দাউদকান্দি-তিতাস এলাকায় মেরিন ফিশারী একাডেমি প্রতিষ্ঠা করা হবে : ইঞ্জিনিয়ার সবুর ভূমিকম্পে কুবির আবাসিক হলের দেয়ালে ফাটল মনোনয়ন বাতিলের ষড়যন্ত্র চলছে, সংবাদ সম্মেলনে কুমিল্লা-৭ আসনের স্বতন্ত্র প্রার্থী টিটুর অভিযোগ এমপি রাজি মোহাম্মদ ফখরুলকে নির্বাচনি অনুসন্ধান কমিটির কারণ দর্শানো নোটিশ কুমিল্লায় ভূমিকম্প আতঙ্কে ২০ জন আহত দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল কুমিল্লার রামগঞ্জ অঞ্চল ভবিষ্যত গঠনে সর্বোত্তম সময় ছাত্রজীবন অনূর্ধ্ব-১৮ ক্রিকেটে চ্যাম্পিয়ন কুমিল্লা জেলা দল

দীর্ঘ লড়াই শেষে কর্মস্থলে ফিরলেন কুমিল্লার মাধবপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক

প্রতিসময় রিপোর্ট
  • আপডেট টাইম সোমবার, ২১ জুন, ২০২১
  • ১৯৩ দেখা হয়েছে
# উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব আবু জাহের, উপজেলা নির্বাহী অফিসার ফৌজিয়া আক্তারের সঙ্গে বিদ্যালয়ে নিজ কর্মস্থলে প্রধান শিক্ষক মো: মনিরুল ইসলাম সরকার।

ম্যানেজিং কমিটির অনৈতিক কর্মকান্ডের বিরুদ্ধে ৩ বছর ৫ মাস ১৫ দিন লড়াই শেষে অবশেষে নিজ কর্মস্থলে ফিরতে সক্ষম হলেন কুমিল্লা জেলার ব্রাহ্মণপাড়া উপজেলার মাধবপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: মনিরুল ইসলাম সরকার।

সোমবার (২১ জুন) ব্রাহ্মণপাড়া উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব আবু জাহের, উপজেলা নির্বাহী অফিসার ফৌজিয়া আক্তারের সঙ্গে এসে মাধবপুর উচ্চ বিদ্যালয়ে নিজ কর্মস্থলে যোগদান করেন।

এসময় প্রধান শিক্ষক মো: মনিরুল ইসলাম সরকার শিক্ষামন্ত্রী, মাউশি মহাপরিচালক, কুমিল্লা শিক্ষাবোর্ড চেয়ারম্যান, কুমিল্লা জেলা প্রশাসকসহ গণমাধ্যমের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।

তিনি বলেন, বিদ্যালয় ম্যানেজিং কমিটির বহুমুখি অনৈতিক কর্মকান্ডের বিরুদ্ধে প্রায় সাড়ে তিন বছর লড়াই করেছি।  আর্থিক কষ্ট, হয়রানী সহ্য করেও সততা, নীতি, নৈতিকতার পথে অবিচল থেকেছি। চিরককাল সত্যেরই জয় হয়েছে।ন্যায়বিচারের দাবী নিয়ে এই দীর্ঘ সময়ে আমাকে বেতনহীন (৬ মাস অর্ধগড় বেতন পেয়েছি) অবস্থায় আদালত, মাউশি, কুমিল্লা শিক্ষাবোর্ড, জেলা ও উপজেলা প্রশাসনের দ্বারে দ্বারে ঘুরতে হয়েছে। মাউশি, শিক্ষাবোর্ড, জেলা প্রশাসন কারও নির্দেশনাই আমলে নেয়নি ম্যানেজিং কমিটি।

উল্লেখ্য, শিক্ষা মন্ত্রণালয় ও শিক্ষা বোর্ডের নির্দেশনা অনুযায়ী ২০১৮ সালের এসএসসি পরীক্ষায় নির্বাচনী পরীক্ষায় অনুত্তীর্ণদের ফরম পূরণ না করার সিদ্ধান্ত দেন প্রধান শিক্ষক মো: মনিরুল ইসলাম সরকার।কিন্তু অনুত্তীর্ণদের মধ্যে ম্যানেজিং কমিটির তালিকা অনুযায়ী কিছু শিক্ষার্থীর ফরম পূরণের সুযোগ না দেয়ায় কমিটির রোষানলে পড়তে হয় প্রধান শিক্ষককে।

২০১৮ সালের ০৬ জানুয়ারি বিভিন্ন মিথ্যা অজুহাতে সাময়িক বরখাস্ত করা হয় তাকে।ম্যানেজিং কমিটির এ ধরণের পদক্ষেপ বোর্ড ও সংশ্লিষ্ট উপজেলা নির্বাহী অফিসারের তদন্তে অবৈধ প্রমাণিত হওয়ায় বোর্ড ওই কমিটি বাতিল করে দেয়।উচ্চ আদালতেও ম্যানেজিং কমিটির আবেদন খারিজ করে দেয়া হয়।এরপরও ম্যানেজিং কমিটি থেমে থাকেনি। আশ্রয় নেয় বিভিন্ন অপকৌশলের।ম্যানেজিং কমিটির একের পর এক হয়রানীমূলক কৌশলের কাছে অসহায় হয়ে পড়েন প্রধান শিক্ষক।

অবেশেষে মাউশি, শিক্ষাবোর্ড, জেলা প্রশাসকের নির্দেশনায় স্থানীয় জনপ্রতিনিধিগণের আন্তরিকতা ও উপজেলা প্রশাসনের কঠোর হস্তক্ষেপের মাধ্যমে মাধবপুর উচ্চ বিদ্যালয়ে নিজ কর্মস্থলে ফেরেন। এখন অপেক্ষা, বকেয়া বেতন দ্রুত পাওয়া ও ভবিষ্যতে সুষ্ঠুভাবে দায়িত্ব পালনে সকল প্রতিবন্ধকতা দূর করা।

# দেশ-বিদেশের গুরুত্বপূর্ণ খবর জানতে প্রতিসময় (protisomoy) ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।

Last Updated on June 21, 2021 8:49 pm by প্রতি সময়

শেয়ার করুন
এই ধরনের আরও খবর...

বিস্তারিত জানতে ছবিতে ক্লিক করুন।

themesba-lates1749691102