কুমিল্লা প্রেসক্লাবের সদস্য ও সাংবাদিক কল্যাণ পরিষদ কুমিল্লার সাধারন সম্পাদক মো. মনিরকে প্রাণনাশের হুমকিদাতা কুমিল্লা নগরীর মনোহরপুর এলাকার আহাদ উল্লাহ মুচলেকার মাধ্যমে ঘটনাটির জন্য দুঃখ প্রকাশ ও ক্ষমা চেয়েছেন।
বৃহস্পতিবার (৪ এপ্রিল) বিকেলে কুমিল্লা কোতোয়ালি মডেল থানায় উপস্থিত হয়ে সাংবাদিক মনির হোসেনের দায়ের করা জিডির তদন্ত কর্মকর্তা সাব ইন্সপেক্টর শাকিবের কক্ষে আহাদ উল্লাহ তার আচরণের জন্য দুঃখ প্রকাশ ও ক্ষমা প্রার্থনা করেন।
এ সময় উপস্থিত ছিলেন কুমিল্লা কোতোয়ালি মডেল থানার সাব ইন্সপেক্টর শাকিব, কুমিল্লা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সাইয়িদ মাহমুদ পারভেজ, সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সাদিক হোসেন মামুন, কুমিল্লা প্রেসক্লাব কার্যকরী পরিষদের নির্বাহী সদস্য ওমর ফারুকী তাপস ও থানায় অভিযোগকারী সাংবাদিক মো. মনির হোসেন।
দুঃখ প্রকাশ ও ক্ষমা চেয়ে হুমকিদাতা আহাদ উল্লাহ বলেন, ‘কিছু মানুষের প্ররোচনায় এবং ভুল বুঝাবুঝি থেকে সাংবাদিক মনির ভাইয়ের সঙ্গে আমি খারাপ আচরণ করেছি। এজন্য আমি দুঃখ প্রকাশ ও ক্ষমা চাচ্ছি। ভবিষ্যতে আর কখনো সাংবাদিক মনির ভাইয়ের সঙ্গে খারাপ আচরণ করবো না এবং ওনার পেশাগত কাজে বাধা সৃষ্টি করব না।’
প্রসঙ্গত গত বুধবার (৩ এপ্রিল) বিকেলে কুমিল্লা নগরীর মনোহরপুর সোনালী ব্যাংকের সামনে রাস্তার পাশে দৈনিক দেশপ্রতিক্ষণ প্রতিনিধি মনির হোসেনকে দাঁড়ানো অবস্থায় দেখে গালমন্দ ভয়-ভীতি প্রদর্শন ও মনোহরপুরের এলাকায় মিডিয়া সংক্রান্ত তার ব্যক্তিগত অফিস চালাতে দেবে না বলে হুঁশিয়ারি দেয় একই এলাকার আহাদ উল্লাহ। এমনকি সুযোগ পেলে আহাদ উল্লাহ তাকে প্রাণে মেরে ফেলবে বলেও হুমকি দেয়। এ ঘটনায় সাংবাদিক মনির হোসেন বুধবার রাতে কোতোয়ালি মডেল থানায় সাধারণ ডায়েরি করেন।
Last Updated on April 4, 2024 9:44 pm by প্রতি সময়