শনিবার, ২৩ সেপ্টেম্বর ২০২৩, ০২:৩৮ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
নোবিপ্রবির দশ শিক্ষকের গবেষণা প্রকল্প ইউজিসির অনুদান পেল মুক্তিযুদ্ধ ও গণতন্ত্রের চেতনাকে ধারন করে এগিয়ে চলছে দৈনিক আজকের দর্পণ #:কুমিল্লায় প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন ঈদে মিলাদুন্নবী সা. উদযাপন কী এবং কেন উসাবের নেতৃত্বে অন্তর ও জাবেদ অস্ত্র গুলিসহ ঠাকুরপাড়া মুরাদপুর ও চর্থার চার যুবক গ্রেফতার শেখ হাসিনার বিচক্ষণ ও সুদক্ষ নেতৃত্বে দেশ আজ উন্নয়নের পথে : অর্থমন্ত্রী চট্টগ্রামে সৈয়দ সাইফুদ্দীন আহমদ মাইজভান্ডারীর নেতৃত্বে বর্ণাঢ্য জশনে জুলুস # ঈদে মিলাদুন্নবী (দ.) উদযাপন একটি শ্রেষ্ঠ ইবাদত তাল গাছে উঠে বিদ্যুতের তারে জড়িয়ে প্রাণ গেল শ্রমিকের লাকসামে ফুলসজ্জিত গাড়িতে চড়ে অবসরে গেলেন শিক্ষক   দাউদকান্দিতে কিশোরীকে পালাক্রমে ধর্ষণের ঘটনায় চারজন গ্রেফতার কুমিল্লা নগরীতে বসুন্ধরা ও কিউর ডায়াগনস্টিক সেন্টারকে সাড়ে চার লাখ টাকা জরিমানা বিদেশি পিস্তলসহ সদর দক্ষিণের বুলেট গ্রেফতার বুড়িচংয়ে অবৈধ গ্যাস সংযোগ ও পাইপলাইন বিছিন্ন চান্দিনায় নিখোঁজের পরদিন পুকুরে ভেসে উঠলো মাদরাসা ছাত্রের লাশ হাজিরা দিলেন রিজভী, খালেদা জিয়ার অনুপস্থিতে পেছালো চার্জ গঠনের তারিখ প্রাথমিক শিক্ষাস্তরে শিক্ষকের ভূমিকা অপরিসীম চান্দিনায় কথিত চক্ষু চিকিৎসককে ভ্রাম্যমান আদালতে এক মাসের কারাদণ্ড নাঙ্গলকোটে অভিযানের খবর শুনে সড়ক থেকে লাপাত্তা অবৈধ সিএনজি অটোরিকশা বরুড়ার কৃষক সাত্তার হত্যা মামলার ৫ আসামি গ্রেফতার মেঘনায় স্বেচ্ছাসেবক লীগ নেতা হত্যায় ২৪ জনের নামে মামলা

দুর্গাপূজার উৎসবে শোভাযাত্রা ও নৃত্যানুষ্ঠান করা যাবেনা : হাজী বাহার এমপি

এম এইচ মনির, স্টাফ রিপোর্টার, কুমিল্লা
  • আপডেট টাইম রবিবার, ১৮ অক্টোবর, ২০২০
  • ২৫৬ দেখা হয়েছে

হিন্দু ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব দুর্গাপূজা উদযাপনে স্বাস্থ্যবিধি মেনে ধর্মীয় ভাবগাম্ভির্যের প্রতি গুরুত্বারোপ করে কুমিল্লা মহানগর আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আ ক ম বাহাউদ্দিন বাহার এমপি বলেছেন, দুর্গাপূজার উৎসবে বর্জন করতে হবে নৃত্যানুষ্ঠান।কোন রকম অশ্লীলতা যাতে কেউ সৃষ্টি করতে না পারে সেদিকে মন্ডপের দায়িত্বে থাকা সকলকে সজাগ দৃষ্টি রাখতে হবে।  পূজা পালনে যেসব ধর্মীয় আচার রীতি রয়েছে ভাবগাম্ভীর্যের সাথে তা পালন করবেন।

রবিবার (১৮ অক্টোবর) বিকালে কুমিল্লা টাউন হল মিলনায়তনে আয়োজিত শারদীয় দুর্গাপূজা উপলক্ষে কুমিল্লা মহানগর ও আদর্শ সদর উপজেলায় পূজামন্ডপে অনুদানের চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে হাজী বাহার এমপি এসব কথা বলেন।

চেক বিতরণ অনুষ্ঠানে হাজী বাহার এমপি আরও বলেন- কুমিল্লা সিটি এলাকায় করোনার দ্বিতীয় ঢেউ আসার আশংকা রয়েছে। তাই এবারের শারদীয় দূর্গাপূজায় আনন্দ-ফুর্তির চেয়ে ধর্মীয় ভাবগাম্ভির্যের প্রতি গুরুত্ব দিতে হবে। স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। নিজেকে সুরক্ষিত রাখতে হবে। মাস্ক ছাড়া কেউ মন্ডপে যেতে পারবে না। ইভটিজিং রোধে সোচ্চার থাকতে হবে। মানুষের জটলা কিংবা শোভাযাত্রা করা যাবেনা। উৎসব যেন আশংকার কারণ না হয় তা সবাইকে তা মনে রাখতে হবে।

এবার বৈশ্বিক করোনা পরিস্থিতির প্রেক্ষাপটে সরকারের নির্দেশনার আলোকে স্বাস্থ্যবিধির সামাজিক দূরত্ব বজায় রেখে আসন্ন দুর্গাপূজা যাতে সুষ্ঠভাবে অনুষ্ঠিত হয় সে বিষয়ে খেয়াল রাখতে সবার প্রতি আহবান জানান এমপি বাহার।তিনি আরও বলেন, কুমিল্লায় করোনা সংক্রমণ রোধে আমরা মাঠে আছি। কুমিল্লা করোনা সনাক্ত ও চিকিৎসার সর্বাত্মক ব্যবস্থা করেছি। শীতে করোনার দ্বিতীয় ঢেউ রোধে আমাদের সচেতন হতে হবে।

বাঙালি হিন্দু ধর্মালম্বীদের বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা উদযাপন উপলক্ষে কুমিল্লা-৬ নির্বাচনী এলাকার ৭৫ টি পূজামন্ডপের জন্য সরকারি আর্থিক অনুদানের ১১ লাখ ২৫ হাজার টাকার চেক মন্দির ও মন্ডপ কর্তৃপক্ষের মাঝে বিতরণ করা হয়।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন কুমিল্লা মহানগর আওয়ামীলীগের সাধারন সম্পাদক ও জেলা ফুটবল এসোসিয়েশনের সভাপতি আরফানুল হক রিফাত। কুমিল্লা আদর্শ সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান এড. মো. আমিনুল ইসলাম টুটুল, কুমিল্লা আদর্শ সদর উপজেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা জাকিয়া আফরিন। এসময় কুমিল্লা জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান ও মহানগর আওয়ামী যুবলীগের আহবায়ক আবদুল্লাহ আল মাহমুদ সহিদ, কুমিল্লা টাউন হলের সাধারন সম্পাদক মোঃ হেলাল উদ্দিন, কুমিল্লা মহানগর পূজা উদযাপন পরিষদের সভাপতি ও মহানগর আওয়ামী লীগের দপ্তর সম্পাদক শিব প্রসাদ রায়, কুমিল্লা মহানগর পূজা উদযাপন পরিষদেও সাধারন সম্পাদক, অচিন্ত্য দাস টিটু,উপজেলায় বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানবৃন্দ সহ পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

দেশ-বিদেশের গুরুত্বপূর্ণ খবর জানতে প্রতিসময় ফেসবুক পেইজে লাইক দিন। এছাড়াও ভিডিও নিউজ এবং অনুসন্ধানী প্রতিবেদন দেখতে protisomoy news ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে বেলবাটন ক্লিক করে নতুন নতুন নিউজ পেতে অ্যাকটিভ থাকুন।

Last Updated on October 18, 2020 10:38 pm by প্রতি সময়

শেয়ার করুন
এই ধরনের আরও খবর...

বিস্তারিত জানতে ছবিতে ক্লিক করুন।

themesba-lates1749691102