মহাষষ্ঠীর মধ্যদিয়ে শারদীয় দুর্গাপূজার মূল আনুষ্ঠানিকতা শুরু হবে বৃহস্পতিবার (২২ অক্টোবর)।ঢাক-ঢোল ও শাঁখের ধ্বনিতে পূজামন্ডপগুলো মুখর হয়ে উঠলেও করোনা পরিস্থিতির কারণে এবারে পূজার অনুষ্ঠানমালা শুধু ধর্মীয় রীতিনীতি অনুসরণ করে পূজা-অর্চনার মাধ্যমে মন্দির বা মণ্ডপ প্রাঙ্গণে সীমাবদ্ধ রাখার সিদ্ধান্ত নেয়া হয়েছে।
কুমিল্লায় এবছর ১৭ উপজেলায় ৮০৮টি মন্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হবে। এবারে শারদীয় ‘দুর্গোৎসব’কে ‘দুর্গাপূজা’ হিসেবে অভিহিত করা হয়েছে। মন্ডপে ঢাকবাদ্য বাজলেও কোন রকম নৃত্যানুষ্ঠান, প্রসাদ বিতরণ ও শোভাযাত্রা করা যাবে না।
কয়েকদিন আগে কুমিল্লায় মন্ডপ বা মন্দির কমিটির কাছে সরকারি অনুদানের চেক বিতরণ করা হয়েছে।কুমিল্লা -৬ আসনের সংসদ সদস্য হাজী আকম বাহাউদ্দিন বাহার সম্প্রতি সরকারি অনুদানের চেক বিতরণ অনুষ্ঠানে বলেছেন, কোন রকম অশ্লীলতা যাতে কেউ সৃষ্টি করতে না পারে সেদিকে মন্ডপের দায়িত্বে থাকা সকলকে সজাগ দৃষ্টি রাখতে হবে। পূজা পালনে যেসব ধর্মীয় আচার রীতি রয়েছে ভাবগাম্ভীর্যের সাথে তা পালন করবেন। এবারের শারদীয় দূর্গাপূজায় আনন্দ-ফুর্তির চেয়ে ধর্মীয় ভাবগাম্ভির্যের প্রতি গুরুত্ব দিতে হবে। স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। নিজেকে সুরক্ষিত রাখতে হবে। মাস্ক ছাড়া কেউ মন্ডপে যেতে পারবে না। ইভটিজিং রোধে সোচ্চার থাকতে হবে। মানুষের জটলা কিংবা শোভাযাত্রা করা যাবেনা। উৎসব যেন আশংকার কারণ না হয় তা সবাইকে তা মনে রাখতে হবে।
কুমিল্লা পুলিশ সুপার সৈয়দ নুরুল ইসলাম গণমাধ্যমকে বলেছেন, পূজায় যেকোনো অপ্রীতিকর ঘটনা এড়ানোর জন্য সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা নেয়া হয়েছে। প্রতিটি মন্ডপে হ্যান্ড স্যানিটাইজার ও মাস্ক সাধ্য অনুযায়ী রাখতে হবে। একসঙ্গে জটলা পাকানো যাবে না, সন্ধ্যায় আরতি চলাকালে কোনো আচরণবিধি লঙ্ঘন করা যাবে না। প্রতিটি পূজামন্ডপে সার্বক্ষণিক পুলিশ সদস্য মোতায়েন থাকবে। এছাড়াও আনসারসহ মোবাইল টিম সার্বক্ষণিক পূজামন্ডপগুলো নজরদারিতে রাখবে। পাশাপাশি সবকটি পূজা মন্ডপ গোয়েন্দা নজরদারিতে থাকবে বলেও তিনি জানান।
# দেশ-বিদেশের গুরুত্বপূর্ণ খবর জানতে প্রতিসময় (protisomoy) ফেসবুক পেইজে লাইক দিন। এছাড়া protisomoy news ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন ও বেলবাটন ক্লিক করে নতুন নতুন ভিডিও দেখতে অ্যাকটিভ থাকুন।
Last Updated on October 22, 2020 11:39 am by প্রতি সময়