সম্প্রীতির বন্ধনের এক উজ্জ্বল দৃষ্টান্ত দুর্গাপূজার উৎসব। আহবমান কাল ধরে এ উৎসব সার্বজনীন উৎসবে পরিণত হয়েছে। কুমিল্লা সম্প্রদায়িক সম্প্রীতির এক উর্বর ভূমি। এখানে সব দর্শের মানুষ অত্যন্ত শান্তিপূর্ণভাবে সবার ধর্মকর্ম করছে।কুমিল্লার গণমানুষের নেতা সংসদ সদস্য হাজী আকম বাহাউদ্দিন বাহার হিন্দু সম্প্রদায়ের যেকোন সমস্যায় সবসময় পাশে দাঁড়িয়েছেন। আমরা ওনার কর্মী হিসেবে এবারের দুর্গাপূজা যাতে শান্তিপূর্ণভাবে শুরু হয়ে শেষ হয় এজন্য স্বেচ্ছাসেবকের ভূমিকা রেখেছি।
দুর্গাপূজা উপলক্ষে রবিবার(২৫ অক্টোবর)নবমী রাতে কুমিল্লা আদর্শ সদর উপজেলার কালিরবাজার ইউনিয়নে হিন্দু সম্প্রদায়ের মাঝে বস্ত্র বিতরণ অনুষ্ঠানে এসব কথা বলেন কালিরবাজার ইউপি চেয়ারম্যান আলহাজ্ব মো.সেকান্দর আলী।
ওই রাতে তিনি ইউনিয়নের বিভিন্ন পুজামন্ডপ পরিদর্শন করেন এবং হাজী বাহার এমপির পক্ষ থেকে শুভেচ্ছা জানান। এসময় পূজার উপহার হিসেবে পূজারীদের হাতে বস্ত্র তুলে দেন।
ইউনিয়ন পূজা উদযাপন পরিষদের সভাপতি ডা.পরিমল চন্দ্র রায়ের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন আওয়ামী লীগ নেতা হাজী আবদুল হালিম,মো.সেলিম ও কমলাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নবগঠিত ম্যানেজিং কমিটির সভাপতি এম এইচ মনির,সেচ্ছাসেবক লীগ নেতা ইব্রাহিম খলিল শিপন। অনুষ্ঠান সঞ্চালনা করেন মাস্টার আশুতোষ দাশ ও মাষ্টার শিপন সূত্রধর।এসময় ইউপি আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ এবং বিশিষ্ট সামাজিক ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
# দেশ-বিদেশের গুরুত্বপূর্ণ খবর জানতে প্রতিসময় (protisomoy) ফেসবুক পেইজে লাইক দিন। এছাড়া protisomoy news ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন ও বেলবাটন ক্লিক করে নতুন নতুন নিউজ পেতে অ্যাকটিভ থাকুন।
Last Updated on October 26, 2020 8:14 pm by প্রতি সময়