কুমিল্লার চান্দিনা উপজেলা স্কাউটসের ত্রৈ-বার্ষিক সম্মেলনে দুর্যোগপূর্ণ মুহূর্তে মানুষের পাশে দাঁড়াতে স্কাউটস সদস্যদের প্রতি আহবান জানিয়েছেন কুমিল্লা-৭ আসনের এমপি অধ্যাপক ডা. প্রাণ গোপাল দত্ত।
মঙ্গলবার (১৪ মে) চান্দিনা পৌর আধুনিক কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত সম্মেলনে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ আহ্বান জানান।
এমপি প্রাণ গোপাল দত্ত সম্মেলনে উপস্থিত স্কাউটস সদস্য, শিক্ষকসহ সকলের প্রতি আহবান জানিয়ে বলেন, আমরা ৫-১০ টাকা করে অনুদান দিয়ে একটি ফান্ড গঠন করে দিতে চাই। আপনারা পাশে থাকবেন। এই টাকা দিয়ে দুর্যোগে পতিত মানুষকে স্কাউটস সদস্যরা সহযোগিতা করবে।
চান্দিনা উপজেলা স্কাউটসের সভাপতি ও উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) জাবের মো. সোয়াইবের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা তপন বকসী, চান্দিনা পৌরসভার মেয়র মো. শওকত হোসেন ভূইয়া, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সৌম্য চৌধুরী।
স্কাউটার ওয়াহিদুজ্জামানের সঞ্চালনায় অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন স্কাউটসের কেন্দ্রীয় নেতা আবদুল আউয়াল ভূইয়া, কুমিল্লা অঞ্চলের উপ-পরিচালক আখতারুজ্জামান. উপজেলা কমিশনার কমল বক্সী। স্বাগত বক্তব্য দেন উপজেলা স্কাউটসের সম্পাদক প্রধান শিক্ষক রৌশন আরা।
সম্মেলনে চান্দিনা উপজেলার অম্বরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক গৌতম কুমার দে কে কমিশনার, করতলা বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিষ্ণু পদ দেব কে কোষাধ্যক্ষ, চান্দিনা সরকারি মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোহাম্মদ এমদাদুল হক কে সম্পাদক করে আগামী তিন বছরের জন্য ২৭ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়।
Last Updated on May 14, 2024 6:19 pm by প্রতি সময়