করোনাভাইরাসের প্রাদুর্ভাবের এই কঠিন সময়ে আবারও দুস্থ প্রতিবন্ধীদের পাশে দাঁড়াল মানবিক ও স্বেচ্ছাসেবী সংস্থা হার্টকেয়ার ফাউন্ডেশন, কুমিল্লা। সংস্থাটি প্রতিষ্ঠার প্রায় ১৭ বছরে বিভিন্ন বয়সী প্রায় পৌনে এক লাখের বেশি স্বল্প আয়ের ও হতদরিদ্র মানুষকে বিনাখরচে হার্টের চিকিৎসাসেবা দিয়েছে।দেশে করোনা মহামারি দেখা দেওয়ার পর থেকে বিভিন্ন সময়ে অসহায়, কর্মহীনসহ দুস্থ প্রতিবন্ধীদের খাদ্য, নগদ অর্থ, হুইলচেয়ার, সেলাইমেশিন দেওয়া হয়েছে।
অসহায় মানুষের পাশে সবসময় থাকার প্রতিশ্রুতিকে সামনে রেখে সোমবার (৯ আগস্ট) সকাল ১১টা থেকে কুমিল্লা নগরীর বাদুরতলা শিশুমঙ্গল সড়কে হার্টকেয়ার ফাউন্ডেশনের কার্যালয় থেকে দুস্থ প্রতিবন্ধীদের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে।
কুমিল্লা হার্টকেয়ার ফাউন্ডেশন ও সদর উপজেলা প্রতিবন্ধী উন্নয়ন পরিষদের সভাপতি, ময়নামতি মেডিকেল কলেজের সাবেক অধ্যক্ষ অধ্যাপক ডা. তৃপ্তীশ চন্দ্র ঘোষ এসব খাদ্য সামগ্রী বিতরণ করেন।এসময় উপস্থিত ছিলেন সংস্থার সহ-সভাপতি ডা. মল্লিকা বিশ্বাস, সাংগঠনিক সম্পাদক কমরেড আনোয়ার হোসেন প্রমুখ।
হার্টকেয়ার ফাউন্ডেশন কুমিল্লার সভাপতি বিশিষ্ট হৃদরোগ বিশেষজ্ঞ অধ্যাপক ডা. তৃপ্তীশ চন্দ্র ঘোষ বলেন, করোনা মহামারীর ভয়াবহ দুর্যোগকালে অসহায় মানুষের প্রতি আমাদের মানবিক সাহায্য অব্যাহত থাকবে।
# দেশ-বিদেশের গুরুত্বপূর্ণ খবর জানতে প্রতিসময় (protisomoy) ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।
Last Updated on August 9, 2021 4:34 pm by প্রতি সময়