কুমিল্লার বুড়িচং থানাধীন দেবপুর ফাঁড়ী পুলিশ অভিযান চালিয়ে বিদেশি মদসহ এক মাদক ব্যবসায়িকে গ্রেফতার করেছে।গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ির নাম মোঃ মফিজ মিয়া (২৫)। সে জেলার বুড়িচং উপজেলার ময়নামতি ইউনিয়নের কাঠালিয়া গ্রামের মৃত সুরুজ মিয়ার ছেলে।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বুড়িচং থানাধীন দেবপুর পুলিশ ফাঁড়ীর এস আই ডালিম কুমার মজুমদার, এস আই কামাল উদ্দিন সঙ্গীয় ফোর্সসহ সোমবার (১৫ ফেব্রুয়ারি) সন্ধ্যায় উপজেলার ভারেল্লা উত্তর ইউনিয়নের এতবারপুর গোমতী নদীর বেরিবাঁধ এলাকায় অভিযান চালায়। এসময় সন্দেহভাজন ওই যুবককে আটক করে তার কাছে থাকা একটি ব্যাগ তল্লাসী চালিয়ে ৯ বোতল বিদেশি হুইস্কি (মদ) উদ্ধার করা হয়। পরে তাকে গ্রেফতার করে ফাঁড়িতে নিয়ে আনা হয়।সেখান থেকে রাতেই বুড়িচং থানায় পাঠানো হয়।
গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ির বিরুদ্ধে বুড়িচং থানায় মামলা দায়ের হয়েছে। আজ (মঙ্গলবার) আদালত তাকে কুমিল্লা কারাগারে প্রেরণের নির্দেশ দেয়।
Last Updated on February 16, 2021 6:00 pm by প্রতি সময়