কুমিল্লার বুড়িচং থানার দেবপুর ফাঁড়ি পুলিশ অভিযান চালিয়ে ৩৫ কেজি গাঁজা উদ্ধার করেছে। এসময় গাঁজা পরিবহনের কাজে ব্যবহৃত একটি কাভার্ডভ্যান জব্দ করে পুলিশ। তবে এঘটনায় কাউকে আটক করা যায়নি।
শুক্রবার (২৮ এপ্রিল) রাত সাড়ে ৭ টার দিকে ঢাকা- চট্টগ্রাম মহাসড়কের বুড়িচং উপজেলার ময়নামতি নারায়ণসার এলাকায় যানবাহনে তল্লাশি অভিযান পরিচালনার সময় ওই গাঁজা উদ্ধার ও কাভার্ডভ্যান জব্দ করা হয়।
তল্লাশি অভিযান পরিচালনার দায়িত্বে থাকা ফাঁড়ির এস আই রাজীব চৌধুরী এবং এ এস আই মোঃ আবুল কাসেম জানান, ওইদিন রাত সাড়ে ৭টার দিকে কাভার্ডভ্যানটিকে থামানোর সিগন্যাল দিলে এটি বেপরোয়াভাবে দ্রুত গতিতে চালাতে থাকে। এসময় লিশের টিম গাড়িটির পিছু নিলে চালক ও হেলপার গাড়ি ফেলে পালিয়ে যায়। পরে গাড়িটি তল্লাশি করে ৩৫ কেজি গাঁজার প্যাকেট উদ্ধার করা হয়। গাড়িতে থাকা চালকের মোবাইল ফোন ও গাড়িটি জব্দ করা হয়। এঘটনায় পুলিশ বাদী হয়ে বুড়িচং থানায় মামলা করেছে।
Last Updated on April 29, 2023 8:47 pm by প্রতি সময়