কুমিল্লার বুড়িচং থানাধীন দেবপুর ফাঁড়ী পুলিশ অভিযান চালিয়ে ১৮০ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যববসায়ীকে আটক করেছে।
সোমবার (৫ জুলাই) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে বুড়িচং উপজেলার মোকাম ইউনিয়নের কোরপাই এলাকায় অভিযান চালিয়ে ইয়াবা বহনকারী দুই মাদক ব্যবসায়ীকে আটক করে পুলিশ।দেবপুর পুলিশ ফাঁড়ীর ইনচার্জ পরিদর্শক আবদুল্লাহ আল মামুন জানান, গোপন সংবাদের ভিত্তিতে দেবপুর ফাঁড়ী পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মোঃ কামাল হোসেন, সহকারী উপরিদর্শক (এএআই) জহিরুল ইসলাম সঙ্গীয় ফোর্সসহ মোকাম ইউনিয়নের পূর্ব কোরপাই সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সামনে অভিযান চালায়।
এসময় পুলিশের উপস্থিতি টেরপেয়ে দুই যুবক পালানোর চেষ্টা করলে পুলিশ তাঁদের আটক করে দেহে তল্লাসী চালিয়ে ১৮০ পিস ইয়াবা উদ্ধার করে।
আটকরা হলো- কুমিল্লা নগরীর শুভপুর এলাকার আবদুর রহিমের ছেলে মো. শাহীন ও টিক্কারচর এলাকার মো. ইউসুফ মিয়ার ছেলে মো. জোবায়ের হোসেন রনি।আটকদের বিরুদ্ধে মাদক আইনে মামলার পর মঙ্গলবার (৬ জুলাই) আদালতের মাধ্যমে কুমিল্লা কেন্দ্রিয় কারাগারে প্রেরণ করা হয়।
# দেশ-বিদেশের গুরুত্বপূর্ণ খবর জানতে প্রতিসময় (protisomoy) ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।
Last Updated on July 6, 2021 6:20 pm by প্রতি সময়