কুমিল্লা দেবিদ্বার উপজেলা প্রেসক্লাবের সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেছেন নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা ( ইউএনও) নিগার সুলতানা।
বৃহস্পতিবার বিকালে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে ওই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
এ সময় উপস্থিত ছিলেন দেবিদ্বার প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি, জাতীয় দৈনিক সমকালের কুমিল্লা জেলা প্রতিনিধি মোঃ কামাল উদ্দিন, দৈনিক মুক্তকন্ঠ প্রতিনিধি মোঃ মামুনুর রশিদ, সাপ্তাহিক আমাদের দেবিদ্বার পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক সাইফুল ইসলাম মাসুম, সিনিয়র সহ-সভাপতি দৈনিক দেশ রূপান্তর ও রূপসী বাংলার দেবিদ্বার প্রতিনিধি মোঃ ফখরুল ইসলাম সাগর, সহ-সভাপতি ও রুপসী বাংলার বিশেষ প্রতিনিধি মোঃ মাসুদুর রহমান, দেবিদ্বার প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক ও দৈনিক ইত্তেফাকের প্রতিনিধি মোঃ ইকবাল হোসেন রুবেল, যুগ্ম সাধারণ সম্পাদক ও দৈনিক যায়যায়দিন পত্রিকার দেবিদ্বার প্রতিনিধি মোঃ জামাল উদ্দিন দুলাল, যুগ্ম সাধারণ সম্পাদক দৈনিক মানবজমিনের দেবিদ্বার প্রতিনিধি মোঃ মাহমুদুল হাসান, সাংগঠনিক সম্পাদক দৈনিক আমাদের সময় ও আজকের কাগজের দেবিদ্বার প্রতিনিধি মোঃ শাহিন আলম, অর্থ সম্পাদক আরিফ হোসেন, দেবিদ্বার প্রেসক্লাবের ত্রাণ ও দুর্যোগ সম্পাদক দৈনিক কুমিল্লা কন্ঠ ও প্রতিসময় ডট কমের দেবিদ্বার প্রতিনিধি মোঃ ফারুক হোসাইন জনি, দপ্তর সম্পাদক মোঃ নাসির উদ্দিন, আইসিটি সম্পাদক ইঞ্জিনিয়ার মোঃ মনির হোসেন, শিক্ষা বিষয়ক সম্পাদক প্রভাষক নূর মোহাম্মদ বাবু, আনন্দ টিভি দেবিদ্বার প্রতিনিধি মোঃ মাহফুজ আহমেদ, গবেষণা বিষয়ক সম্পাদক ইঞ্জিনিয়ার মোঃ আবুল বাশার, দেবিদ্বার প্রেস ক্লাবের সদস্য ও মাই টিভির ক্যামেরাম্যান সজীব প্রমুখ।
নবাগত ইউএনও নিগার সুলতানা বলেন, সাংবাদিকরা সমাজের আয়না।দেবিদ্বার উপজেলা মুক্তিযুদ্ধের একটি ঐতিহাসিক স্থান। এ উপজেলার একটি ঐতিহ্য রয়েছে।
তিনি দেবিদ্বার উপজেলার সার্বিক উন্নয়ন অগ্রযাত্রায় সাংবাদিকদের ইতিবাচক সহযোগিতা কামনা করেন।
উল্লেখ্য, গত ২০ মার্চ নিগার সুলতানা দেবিদ্বার উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে যোগদান করেন। এর আগে তিনি চট্টগ্রাম বিভাগীয় অফিস, ময়মনসিংহ ও সর্বশেষ মুন্সীগঞ্জের শ্রীনগরে সহকারী কমিশনার (ভূমি) হিসেবে কর্মরত ছিলেন।
Last Updated on March 25, 2023 10:02 pm by প্রতি সময়