কুমিল্লার দেবিদ্বার উপজেলার ভিংলা বাড়ি এলাকার আনোয়ারা বেগম নামে এক নারীকে শ্বাসরোধে হত্যার দায়ে আল-আমিন নামের এক যুবককে মৃত্যুদণ্ড দিয়েছেন কুমিল্লার আদালত।
বৃহস্পতিবার (১৬ মে) দুপুর সাড়ে ১২টায় কুমিল্লার অতিরিক্ত জেলা ও দায়রা জজ চতুর্থ আদালতের বিচারক জাহাঙ্গীর হোসেন এ রায় দেন।
মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি আল আমিন পলাতক রয়েছেন। সে দেবিদ্বার ভিংলা বাড়ি এলাকার সাজু মিয়ার ছেলে। মামলার প্রধান আসামি মুস্তাফিজুর রহমানকে বেকসুর খালাস দেওয়ায় মামলার বাদী অসন্তোষ প্রকাশ করেছেন।
মামলার বিবরণে জানা গেছে, সৌদি আরবে আকামা না পেয়ে কুমিল্লার দেবিদ্বার উপজেলার ভিংলা বাড়ি থেকে এলাকার সুলতান আহমেদের ছেলে নজরুল ইসলাম, ডা. আবদুস সামাদের ছেলে মোস্তাফিজুর রহমান, মৃত সুজাত আলীর ছেলে সুলতান আহমেদ ও সাজু মিয়ার ছেলে আল-আমিন পরষ্পর যোগসাজশে ২০১০ সালের ৩ মার্চ মধ্যরাতে আনোয়ারা বেগম কে মারপিটসহ বালিশ চাপাদিয়ে শ্বাসরোধে হত্যা করে।
এ ঘটনায় নিহত আনোয়ারা বেগমের মেয়ে উম্মে সালমা খাতুন অজ্ঞাতনামাদের বিরুদ্ধে মামলা করেন। পরে পুলিশ তথ্যপ্রযুক্তির সহায়তায় আল-আমিনকে গ্রেফতার করে আদালতে সোপর্দ করলে সে হত্যার ঘটনা স্বীকার করে আদালতে জবানবন্দি দেয়।
পরবর্তীতে মামলার সাক্ষ্য প্রমাণ ও যুক্তিতর্ক শেষে আসামি আল আমিনকে মৃত্যুদন্ড ও অন্য আসামীদের বেকসুর খালাস দেওয়া হয়। এর মধ্যে মামলা চলাকালে দুই আসামী মৃত্যুবরণ করেন।
এদিকে মামলার প্রধান আসামি মো. মোস্তাফিজুর রহমানকে আদালত বেকসুর খালাস প্রদান করায় অসন্তোষ প্রকাশ করেন মামলার বাদী উম্মে সালমা খাতুন।
তিনি জানান, রায়ের কপি হাতে পেলে প্রধান আসামির খালাসের বিরুদ্ধে উচ্চ আদালতে আপিল করবেন।
Last Updated on May 16, 2024 8:29 pm by প্রতি সময়