কুমিল্লার দেবিদ্বারে অভিযান চালিয়ে ইয়াবা ও দেশীয় অস্ত্রসহ এক যুবককে গ্রেফতার করা হয়েছে।
গ্রেফতার মো. আনোয়ার হোসেন (৩০) দেবিদ্বার উপজেলার বড়শালঘর ইউনিয়নের (মেন্দীআলী বাড়ি) মৃত হারুনুর রশিদের ছেলে।
শনিবার দুপুরে তাকে কুমিল্লা আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয় । এ তথ্য নিশ্চিত করেছেন দেবিদ্বার থানার অফিসার ইনচার্জ (ওসি) কমল কৃষ্ণ ধর।
গত শুক্রবার সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার ইস্টগ্রাম এলাকায় নিয়মিত অভিযান চলাকালে উপপরিদর্শক (এসআই) নিশান চন্দ্র বল ও এএসআই মো.মশিউর রহমান অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে। এসময় তার পেন্টের ডান পায়ের নিচে বাধা অবস্থায় দেশীয় একটি পিস্তল ও পকেট থেকে ১০০ পিস ইয়াবাও উদ্ধার করা হয়।
দেবিদ্বার থানার অফিসার ইনচার্জ (ওসি) কমল কৃষ্ণ ধর বলেন, আনোয়ারের বিরুদ্ধে অস্ত্র ও মাদকের পৃথক দুটি মামলা দায়ের করা হয়েছে। শনিবার দুপুরে তাকে আদালতের মাধ্যমে কুমিল্লা কারাগারে পাঠানো হয়েছে।
সম্পাদকঃ শাহজাহান চৌধুরী
প্রধান সম্পাদক ও প্রকাশকঃ সাদিক হোসেন মামুন
কপি রাইটসঃ প্রতিসময় ডটকম