কুমিল্লার দেবিদ্বারে আইন-শৃঙ্খলার উন্নয়নে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সন্ধ্যায় দেবিদ্বার থানা পুলিশের উদ্যোগে পৌর এলাকার দক্ষিণ ভিংলাবাড়ি গ্রামে এ সভার আয়োজন করা হয়। এতে মাদক, ইভটিজিং, সন্ত্রাস, খুন, জখম, চাঁদাবাজ, চুরি, ডাকাতি ও ছিনতাই প্রতিরোধে জনসাধারণের সহযোগিতা কামনা করা হয়।
বিট পুলিশিং কর্মকর্তা এসআই নাজমুল হাসানের সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, দেবিদ্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কমল কৃষ্ণ ধর, বিশেষ অতিথির বক্তব্য রাখেন, দৈনিক যুগান্তরের কুমিল্লা ব্যুরো রিপোর্টার এবং দেবিদ্বার প্রেসক্লাবের উপদেষ্টা আবুল খায়ের, তাজুল ইসলাম সরকার, আবুল কালাম আজাদ মাষ্টার।
পৌর স্বেচ্ছাসেবকলীগের সহ-সভাপতি জামির হোসেনের সঞ্চালনায় এতে অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন, সাংবাদিক সুমন সরকার, পৌর ছাত্রলীগের সহ-সভাপতি জামশেদ সরকার পায়েল প্রমুখ।বিট সভায় দেবিদ্বার পৌরসভার ২নং ওয়ার্ডের বিভিন্ন শ্রেণী-পেশার লোকজন উপস্থিত ছিলেন।
এ সময় স্থানীয় লোকজন পুলিশিং কর্মকান্ডে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস প্রদান করেন। দেবিদ্যার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কমল কৃষ্ণ ধর বলেন, বিট পুলিশিং এর মাধ্যমে আমরা জনগণের দোরগোড়ায় পুলিশিং সেবা পৌঁছে দিতে চাই। আমরা জনগণের প্রকৃত সেবক হতে চাই। বিট পুলিশিং সেবার মাধ্যমে জনসাধারণের আস্থা অর্জন করতে চাই।
Last Updated on August 2, 2022 7:44 pm by প্রতি সময়