কুমিল্লার দেবিদ্বার উপজেলার কাচিসাইর এবং বারুর এলাকার দুটি আশ্রয়ন প্রকল্পের হতদরিদ্ররা পেলেন স্থানীয় সংসদ সদস্য (এমপি) রাজী মোহাম্মদ ফখরুলের পক্ষ থেকে কোরবানীর জন্য দুইটি গরু ও ঈদ খাদ্য সামগ্রী।
সোমবার বিকেলে ওই দুটি আশ্রয়ন প্রকল্পের বাসিন্দরা ঈদুল আজহার এ উপহার পেয়ে অত্যন্ত খুশি হোন।
ঈদসহ নানা দিবসে এবং দূর্যোগ-দূর্ভোগে দেবিদ্বারের অসহায় জনগোষ্ঠীর পাশে থাকেন এমপি রাজী মোহাম্মদ ফখরুল।করোনা ভাইরাসের প্রাদুর্ভাবের চলমান সময়ে অসহায় মানুষের জন্য নিজে কাঁধে বয়ে ত্রাণ সামগ্রী পৌঁছে দিয়েছেন তিনি। এখনো অব্যাহত রয়েছে ত্রাণসামগ্রী বিতরণ কার্যক্রম।
এবারে ঈদুল আজহায় কোরবানীর জন্য তিনি দুটি গরু কিনে এনে আশ্রয়ণ প্রকল্পের হতদরিদ্রের কাছে হস্তান্তর করেন।সোমবার বিকেলে এমপি রাজী ফখরুল নিজেই আশ্রয়ণ প্রকল্পে গিয়ে গরু দুটি হতদরিদ্রের হাতে তুলে দেন।এছাড়াও চার শতাধিক পরিবারের মাঝে ত্রাণ সামগ্রীও বিতরণ করা হয়।
এসময় উপস্থিত ছিলেন দেবিদ্বার উপজেলা নির্বাহী কর্মকর্তা রাকিব হাসান, দেবিদ্বার থানার ওসি আরিফুর রহমান, উপজেলা ভাইস চেয়ারম্যান আবুল কাসেম আলী, প্রভাষক সাইফুল ইসলাম শামীম, স্বেচ্ছাসেবক লীগ নেতা নুরুল আমিন, সাদ্দাম হোসেন, ইউপি চেয়ারম্যান সোহরাব হোসেন প্রমুখ।
# দেশ-বিদেশের গুরুত্বপূর্ণ খবর জানতে প্রতিসময় (protisomoy) ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।
Last Updated on July 20, 2021 6:45 pm by প্রতি সময়