দুই মাদক পাচারকারিকে আটক করেছে র্যাব-১১ এর সিপিসি-২ এর একটি টিম।এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি পিকআপ গাড়ী জব্দ করা হয়।
আটকরা হলেন, নরসিংদির সদরের বাশরাইল গ্রামের মোঃ আরিফ খন্দকারের ছেলে মোঃ মোক্তার হোসেন (২৯) এবং বানিয়াচর গ্রামের মৃত জলিল মিয়ার ছেলে মোঃ সোহাগ মিয়া (২৪)।
সোমবার (২৩ আগস্ট) কুমিল্লার দেবিদ্বার উপজেলার পান্নারপুল বাসস্ট্যান্ড এলাকায় বিশেষ অভিযান চালিয়ে ১৮ কেজি গাঁজাসহ তাদের আটক করা হয়।
র্যাবের প্রাথমিক অনুসন্ধান ও জিজ্ঞাসাবাদে আটকরা জানায়, তারা দীর্ঘদিন যাবৎ নরসিংদী ও কুমিল্লাসহ দেশের বিভিন্ন স্থানে গাঁজাসহ বিভিন্ন ধরনের মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় ও সরবরাহ করে আসছিল।
কুমিল্লা র্যাব-১১ সিপিসি-২ এর অধিনায়ক মেজর মোহাম্মদ সাকিব হোসেন বলেন, আসামীদের বিরুদ্ধে কুমিল্লার দেবিদ্বার থানায় মামলা দায়ের করা হয়েছে। মাদকের মতো সামাজিক ব্যাধির বিরুদ্ধে র্যাবের অভিযান অব্যাহত রয়েছে।
# দেশ-বিদেশের গুরুত্বপূর্ণ খবর জানতে (protisomoy) ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।
Last Updated on August 23, 2021 7:47 pm by প্রতি সময়