কুমিল্লার দেবিদ্বার উপজেলা পরিষদ নির্বাচনে ভোটগ্রহণের শুরুতেই প্রায় শতাধিক ভোটকেন্দ্র থেকে ঘোড়া প্রতীকের চেয়ারম্য্যান প্রার্থী শাহিদা আক্তার ও দোয়াত-কলম প্রতীকের চেয়ারম্য্যান প্রার্থী খাদিজা বিনতে রোশনের সকল এজেন্টকে বের করে দেয়া ও জালভোটের অভিযোগ উঠেছে।
স্থানীয় সংসদ সদস্য আবুল কালাম আজাদের ছোট ভাই আনারস প্রতীকের চেয়ারম্যান প্রার্থী মামুনুর রশীদের লোকজন বিভিন্ন ভোটকেন্দ্র থেকে মারধর করে প্রভাব খাটিয়ে ওই দুই চেয়ারম্যান প্রার্থীর এজেন্টদের বের করে দেয়।
চেয়ারম্যান প্রার্থী ও ভাইস চেয়ারম্যান প্রার্থীর লোকজনরা জানান, উপজেলার বরকামতা ইউনিয়ন, সুুলতানপুর ইউনিয়ন, ভানী ইউনিয়ন, রাজামেহের ইউনিয়ন, মোহনপুর ইউনিয়ন , সুুবিল ইউনিয়ন, ফতেহাবাদসহ পৌর এলাকার বেশিরভাগ ভোটকেন্দ্র থেকে এজেন্ট বের করে দেয়া হয়েছে। ঘোড়া প্রতিকের চেয়ারম্য্যান প্রার্থী শাহিদা আক্তার ও দোয়াত-কলম প্রতিকের চেয়ারম্যান প্রার্থী খাদিজা বিনতে রোশনের সকল এজেন্টকে বের করে দেয়া হয়। ওইসব কেন্দ্রগুলোতে আনারস প্রতীকে জালভোটের মহোৎসব চলে।
ধামতী ইউনিয়নের সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বেলা পৌনে ১১ টায় আনারস প্রতীকে জালভোট দেয়ার সময় দুইজন আটক হয়।
মোহনপুর ইউনিয়নের ছোটনা মডেল উচ্চ বিদ্যালয়ের ভোটকেন্দ্রে গিয়ে বিভিন্ন বুুথে ব্যালট পেপারে আগে থেকে আনারস প্রতীকে সিল মারা থাকার বিষয়টি মিডিয়া কর্মীরা দেখে ফেললে ভোট বাতিল করা হয়।
এ বিষয়ে ঘোড়া প্রতিকের চেয়ারম্যান প্রার্থী শাহিদা আক্তার জানান, প্রায় শতাধিক কেন্দ্র থেকে আমার এজেন্ট বের করে দেয়া হয়েছে। ৬টি ইউনিয়ন দখল করে নিয়েছে আমার প্রতিদ্বন্দ্বী প্রার্থী আনারস প্রতীকের মামুনুর রশিদের ভাই এমপি আজাদের লোকজন। অনেক কেন্দ্রের প্রিজাইডিং অফিসারের প্রত্যক্ষ সহযোগিতায় ভোটকেন্দ্রগুলো দখল করে নিয়েছে আনারস প্রতীকের লোকজন। জালভোট দেওয়ার কয়েকটি ভিডিও ফুটেজও ভাইরাল হয়েছে। আমরা হতাশ। সুষ্ঠু নির্বাচনের কোন পরিবেশ ছিলনা।
দোয়াত-কলম প্রতীকের চেয়ারম্যান প্রার্থী খাদিজা বিনতে রোশন জানান, আমার এজেন্ট কেন বের করে দেয়া হয়েছে, তার প্রতিবাদ করায় আমারকে মারধর করে বের করে দিয়েছে এমপি আজাদের লোকজন।
এ বিষয়ে সিনিয়র জেলা নির্বাচন কর্মকর্তা মনির হোসাইন জানান, কয়েকটি জালভোটের ভিডিও আমরা পেয়েছি। যখনই অভিযোগ পাচ্ছি ম্যাজিষ্ট্রেট ঘটনাস্থলে যাচ্ছে। আমরা চেষ্টা করছি সুষ্ঠু ভোটের জন্য।
Last Updated on May 29, 2024 5:08 pm by প্রতি সময়