কুমিল্লা দেবিদ্বার উপজেলার ধামতী ইউনিয়নের চেয়ারম্যান মোঃ মহিউদ্দিন মিঠুর ব্যক্তিগত উদ্যোগে প্রায় দেড় হাজার পরিবারের মাঝে শাড়ি, লুঙ্গি ও ঈদ খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।
পোষাক ও খাদ্য সামগ্রী বিতরণ ছাড়াও চেয়ারম্যান মহিউদ্দিন মিঠুর বিশেষ তহবিল থেকে দুইটি পরিবারকে টিনের ঘর উপহার দেয়া হয়।
রবিবার (৭ এপ্রিল) সকাল থেকে দুপুর পর্যন্ত ইউনিয়ন পরিষদ প্রাঙ্গনে ঈদ পোষাক ও ঈদ খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।
এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা নিগার সুলতানা।
খাদ্য সামগ্রী বিতরণের পূর্বে উপজেলা নির্বাহী কর্মকর্তা নিগার সুলতানা ও ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মহিউদ্দিন মিঠু বক্তব্য রাখেন।
Last Updated on April 7, 2024 8:31 pm by প্রতি সময়