ফুটফুটে এক নবজাতক পড়ে ছিল কুমিল্লার দেবিদ্বার উপজেলার মোহনপুর ইউনিয়নের ১নং ওয়ার্ডের ভৈষেরকোট গ্রামের ভূঁইয়া বাড়ি সংলগ্ন একটি ফসলি জমির নালার পাশে। রাত গভীরে বা ভোর রাতে পেলে রেখে গিয়েছিল তার পাষণ্ড মা অথবা বাবা, কিংবা দু’জনই।
বুধবার (১ সেপ্টেম্বর) সুবেদ সাদিকের আলো কাটিয়ে ভোরের আলোক রশ্মি এসে পড়লো নবজাতকের চোখে মুখে।ঘুম ভেঙ্গে শুরু হলো কান্নার আওয়াজ। গ্রমীণ জনপদে কৃষক ও সাধারণ মানুষের পদচারণা বাড়তে থাকলো।কান্নার আওয়াজে থমকে দাঁড়াল মানুষজন। সবাই তাকিয়ে দেখছে কাদা-মাটিতে পড়ে থাকা নবজাতককে।ফুটফুটে ওই নবজাতককে দেখে যে কারও মায়া লাগার কথা।
কিন্তু কেউই কোলে নিচ্ছে না কান্নারত নবজাতকটিকে।হয়তো ভয়ে বা আইনি ঝামেলায় পড়বে এমন আশঙ্কায় কোলে তুলে নিচ্ছে না। কিন্তু সব ভয় উপেক্ষা করে উৎসুক মানুষের ভিড় ঠেলে পরম মমতায় পোকামাকড়ের কামড়ে ক্ষতবিক্ষত শিশুটিকে বুকে জড়িয়ে নেন ওই গ্রামের সিঙ্গাপুর প্রবাসী তাজুল ইসলামের স্ত্রী সালমা আক্তার।
এরপর স্থানীয়দের মাধ্যমে খবর দেন দেবিদ্বার থানায়।খবর পেয়ে দেবিদ্বার থানার অফিসার ইনচার্জ মোঃ আরিফুর রহমান কয়েকজন পুলিশ সদস্য নিয়ে স্থানীয় ইউপি সদস্য তুহিন আহমেদের সহায়তায় ঘটনাস্থল থেকে শিশুটিকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন।
দেবিদ্বার উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ আহমেদ কবির, আবাসিক মেডিকেল অফিসার ডাঃ মঞ্জুর হোসেনসহ বেশ কয়েকজন চিকিৎসক ও নার্সের সহযোগীতায় স্বাস্থ্য কমপ্লেক্সে শিশুটিকে চিকিৎসা সেবা দেয়া হয়। এরই মধ্যে শিশুটিকে দত্তক নিতে বেশ কয়েকজন মৌখিকভাবে আবেদনও জানান।
দেবিদ্বার থানার অফিসার ইনচার্জ মোঃ আরিফুর রহমান জানান,উদ্ধারকৃত নবজাতক শিশুটিকে দেবিদ্বার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেয়া হচ্ছে। সকালে খবর পেয়ে শিশুটিকে উদ্ধার করে স্থানীয়দের সহায়তায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে দেই। শিশুটির আসল পরিচয় খুঁজে বের করার চেষ্টা চালানো হচ্ছে। শিশুটির প্রকৃত মা-বাবার সন্ধান পেতে স্থানীয়দের সহযোগীতা চেয়ছি এবং আমরাও পরিচয় জানার চেষ্টা করছি।
শিশুটির শারীরিক অবস্থা জানিয়ে বুধবার রাত ৮ টায় দেবিদ্বার উপজেলা নির্বাহী কর্মকর্তা রাকিব হাসান জানান, নবজাতকটি এখন ভালো আছে। তবে এর মধ্যে অনেকে দত্তক নিতে আগ্রহ প্রকাশ করে আবেদন করেছেন। আমরা আগে শিশুটির সম্পূর্ণ সুস্থতা পর্যন্ত অপেক্ষা করছি। পাশাপাশি শিশুটির প্রকৃত বাবা মাকে খুঁজে বের করার চেষ্টা করছি। যদি তার বাবা মাকে না পাওয়া যায় সেক্ষেত্রে আমরা দত্তক নেয়ার জন্য যেসব আবেদন পড়েছে সেগুলো থেকে যাচাই বাছাইয়ের মাধ্যমে সবচেয়ে ভালো দম্পতির হাতে নবজাতকটিকে তুলে দেব।
# দেশ-বিদেশের গুরুত্বপূর্ণ খবর জানতে (protisomoy) ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।
Last Updated on September 2, 2021 8:35 pm by প্রতি সময়