বিয়ের প্রলোভনে ফেলে এক কিশোরীকে চারদিন আটকে রেখে ধর্ষণের অভিযোগে কুমিল্লার দেবিদ্বার উপজেলার জাফরগঞ্জ গ্রামের রুস্তম আলীর পুত্র মো. রিয়াজ ওরফে রিমনকে আটক করেছে পুলিশ।
রোববার দিবাগত রাতে তাকে একই উপজেলার চরবাকর গ্রামের মিজানুর রহমানের বাড়িতে অভিযান চালিয়ে আটক করা হয়।
আটক রিমনের বিরুদ্ধে ভুক্তভোগী কিশোরী সোমবার দেবিদ্বার থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেন।
বিষয়টি নিশ্চিত করে দেবিদ্বার থানার অফিসার ইনচার্জ (তদন্ত) খাদেমুল বাহার জানান, কিশোরী ধর্ষণের অভিযোগে মামলা হয়েছে। আসামী রিমনকে কুমিল্লা আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
Last Updated on April 3, 2023 11:07 pm by প্রতি সময়