কুমিল্লার দেবিদ্বারে বিয়ের কথা বলে পঞ্চম শ্রেণির এক মাদরাসা ছাত্রী (১৩) ধর্ষণের অভিযোগে শাহীন মিয়া (২৩) নামের এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতার শাহীন মিয়া দেবিদ্বার উপজেলার সৈয়দপুর গ্রামের মো. আব্দুর রহিমের ছেলে।
সোমবার (২ আগষ্ট) ভোর রাতে দেবিদ্বার উপজেলার রাজামেহার গ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয়। দুপুরে আদালতের মাধ্যমে তাকে জেল হাজতে পাঠানো হয়েছে।
পুলিশ জানায়, শনিবার দুপুর সাড়ে ১২টার দিকে নির্যাতিত মেয়েটিকে বিয়ের কথা বলে দেবিদ্বার উপজেলার রাজামেহার ইউনিয়নের সৈয়দপুর গ্রামের নিত্য কবিরাজের পরিত্যক্ত বাড়িতে নিয়ে যায় শাহীন মিয়া। পরে সেখানেই তাকে ধর্ষণ করে। ঘটনাটি জানাজানি হলে রবিবার রাতে ওই ছাত্রীর বড় ভাই থানায় মামলা দায়ের করেন। পরে পুলিশ অভিযান চালিয়ে এক আত্বীয়ের বাড়ি থেকে অভিযুক্ত শাহীন মিয়াকে গ্রেফতার করে।
মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই মো. সোহরাব হোসেন বলেন, অভিযুক্ত শাহীন ঘটনার পর থেকে আত্মগোপন করেছিলেন। পরে তথ্য-প্রযুক্তির সহায়তায় রাজামেহার এলাকার শাহীনের ফুফুর বাড়ি থেকে তাকে গ্রেফার করা হয়। সোমবার আদালতের মাধ্যমে তাকে জেল হাজতে পাঠানো হয়েছে।
দেবিদ্বার থানার ওসি মো. আরিফুর রহমান বলেন, অভিযোগে পেয়ে ওই কিশোরীকে পুলিশ হেফাজতে নিয়ে আসা হয়েছে। সোমবার স্বাস্থ্য পরীক্ষার জন্য তাকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের ফরেনসিক বিভাগে পাঠানো হয়।
# দেশ-বিদেশের গুরুত্বপূর্ণ খবর জানতে প্রতিসময় (protisomoy) ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।
Last Updated on August 2, 2021 9:44 pm by প্রতি সময়