যানজট নিরসনে কুমিল্লার দেবিদ্বার উপজেলায় সিএনজি চালিত অটোরিকশা ও ইজিবাইক চালকদের সাথে মতবিনিময় করেছেন কুমিল্লা-৪ (দেবিদ্বার) আসনের সংসদ সদস্য আবুল কালাম আজাদ।
শুক্রবার (১ মার্চ ) সকাল ১১টার দিকে উপজেলা পরিষদ চত্বরে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
মতবিনিময় অনুষ্ঠানে দীর্ঘদিনের জনর্দূভোগ বাসস্ট্যান্ডের যানজট নিরসন ও যাত্রী সেজে সিএনজি অটোরিকশা ছিনতাই প্রতিরোধে দিকনির্দেশনামূলক আলোচনা করা হয়।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন দেবিদ্বার উপজেলা নির্বাহী কর্মকর্তা নিগার সুলতানা, সাবেক চেয়ারম্যান আবুল কাশেম সওদাগর, উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি লুৎফর রহমান বাবুল, দেবিদ্বার থানার উপ-পরিদর্শক মোঃ মাইনুল ইসলাম প্রমুখ।
মতবিনিময় সভায় শ্রমিক সংগঠনের নেতৃবৃন্দ ও অটোরিকশা চালকরা উপস্থিত ছিলেন।
Last Updated on March 1, 2024 9:54 pm by প্রতি সময়