কুমিল্লার দেবিদ্বারে এম্বুলেন্স ও সিএনজি চালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে একজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন সাতজন। তারা সবাই একই পরিবারের সদস্য।
শুক্রবার (১৮ আগস্ট) সন্ধ্যায় সিলেট-আঞ্চলিক মহাসড়কে দেবিদ্বারের হোসেনপুর আলুর কোল্ড স্টোরেজ এর সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহত ব্যক্তি উপজেলার ফতেহাবাদ ইউনিয়নের সুলতানপুর গ্রামের মৃত. মোস্তফা ফারুক মিয়ার ছেলে সাজ্জাদ শাওন (২৩)।
আহতরা হলেন, মৃত. মোস্তফা ফারুক এর স্ত্রী কুহিনূর বেগম (৫৫), তার মেয়ে ফারজানা আক্তার (২৩), ছোট ভাই মোশাররফ হোসেনের স্ত্রী খাদিজা আক্তার (৩৫), কন্যা শিশু আদিবা আক্তার (৩), নুসরাত আক্তার (৮), ছেলে সন্তান মোঃ মিফতাহুল (৫), ফতেহাবাদ গ্রামের মোবারক হোসেনের ছেলে আঃ রব (১৯)। অজ্ঞাত সিএনজি চালকের কোন পরিচয় পাওয়া যায়নি।
দুর্ঘটনায় আহত আঃ রব জানান, তাদের আত্মীয় স্বজনরা মিলে দেবিদ্বারে দাওয়াত খেয়ে আসার পথে হোসেনপুরে এসে মুখোমুখি সংঘর্ষ হলে তাদের সিএনজি চালিত অটোরিকশাটি উল্টে নিচে পড়ে যায়। ঘটনায় আহত শাওনকে হসপিটালে নেওয়ার পর মৃত্যু হয়। গুরুতর আহতদের মধ্যে একজন ঢাকা পঙ্গু হাসপাতালে,দুইজন কুমেক হসপিটালে চিকিৎসাধীন।
কুমিল্লা সিলেট-আঞ্চলিক মহাসড়কে মিরপুর হাইওয়ে পুলিশের অফিসার ইনচার্জ মোঃ আলমগীর হোসেন দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেন।
Last Updated on August 19, 2023 8:10 pm by প্রতি সময়