কুমিল্লার দেবিদ্বারে পেশাগত দায়িত্ব পালনকালে সাংবাদিক শাহীন আলমের ওপর হামলার প্রতিবাদে ও হামলায় জড়িতদের গ্রেফতারের দাবিতে মানববন্ধন করেছে স্থানীয় সাংবাদিকরা।
বৃহস্পতিবার দুপুরে উপজেলা সদরের স্বাধীনতা চত্বরে দেবিদ্বার প্রেসক্লাবের উদ্যোগে এ মানববন্ধনের আয়োজন করা হয়।
দেবিদ্বার প্রেসক্লাবের সভাপতি মো. কামাল উদ্দিনের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন দেবিদ্বার প্রেসক্লাবের উপদেষ্টা এটিএম সাইফুল ইসলাম মাছুম, সহসভাপতি আমির হোসেন আমু, সাধারণ সম্পাদক ইকবাল হোসেন রুবেল ও আহত সাংবাদিক শাহীন আলমের বাবা ফিরোজ মিয়া।
এ সময় আরও উপস্থিত ছিলেন দেবিদ্বার প্রেসক্লাবের সিনিয়র সহ সভাপতি ফখরুল ইসলাম সাগর, এনামুল হক, , সাংবাদিক ফারুক হোসাইন জনি, আক্তার হোসেন রবিন, মোহাম্মদ আলী সুমন আরিফুল ইসলাম, নাছির উদ্দিন, আবুল বাশার, মাহফুজুর রহমান সরকার, সাইফুল ইসলাম সজিব ও মেহেদী হাসান রিয়াদ।
এর আগে গত সোমবার (১৭ এপ্রিল) উপজেলার ভিংলাবাড়ী এলাকায় ইফতার নিয়ে দুই পক্ষের হামলায় আহতদের তথ্য নিতে সাংবাদিক শাহীন আলম সন্ধ্যায় উপজেলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগে গেলে সেখানে সাইফুল ইসলাম বাবু তার সহযোগীদের নিয়ে তার উপর হামলা চালায়। সেখান থেকে তাকে মারধর করে হাসপাতাল ক্যাম্পাসে নিয়ে যায়। পরে তাকে পূনরায় সুজাত আলী সরকারি কলেজ হোস্টেলের পেছনে নিয়ে মারধর করে গুরুতর আহত করে।
স্থানীয়রা শাহীন আলমকে উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং পরে অবস্থার অবনতি হওয়ায় গভীর রাতে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে।
এ ঘটনায় সাংবাদিক শাহীন আলম বাদী হয়ে সাইফুল ইসলাম বাবু, মো. পারভেজ ও মো. মহসিনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা আরও ৮/১০ জনকে আসামি করে থানায় অভিযোগ দিয়েছেন।
বিকালে দেবিদ্বার থানার ওসি কমল কৃষ্ণ ধর বলেন, অভিযোগ পেয়েছি, ঘটনার পর থেকে হামলায় জড়িতরা এলাকা ছেড়ে পালিয়েছে। তাদের আটক করতে অভিযান চলছে।
Last Updated on April 21, 2023 4:20 am by প্রতি সময়