কুমিল্লা-৪ দেবিদ্বার আসনের ঈগল প্রতিকের স্বতন্ত্র প্রার্থী আবুল কালাম আজাদকে জরিমানা করায় নির্বাহী ম্যাজিস্ট্রেটের গাড়ীতে হামলার ঘটনা ঘটেছে।
এ ঘটনায় সোমবার সকালে দেবিদ্বার থানায় অজ্ঞাত আসামিদের বিরুদ্ধে মামলা করা হয়েছে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে দেবিদ্বার উপজেলা নির্বাহী কর্মকর্তা নিগার সুলতানা জানান, রোববার রাতে আচরণবিধি লঙ্ঘন করে স্বতন্ত্র প্রার্থী আবুল কালাম আজাদ ভিংলাবাড়ী এলাকায় উঠান বৈঠক করছিল। খবর পেয়ে ম্যাজিস্ট্রেট রায়হানুল ইসলাম ঘটনাস্থলে গিয়ে ওই প্রার্থীকে ১০ হাজার টাকা জরিমানা করেন। এতে সেখানে কিছু লোক বিশৃঙ্খলা সৃষ্টি করে। পরে সেখানে অজ্ঞাতনামা কয়েকজন ম্যাজিস্ট্রেটের গাড়ীতে ইটপাটকেল নিক্ষেপ এবং হামলা করে। এ ঘটনায় কেউ হতাহত না হলেও সরকারি কাজে বাধা প্রদান এবং একজন ম্যাজিস্ট্রেটের উপর হামলার বিষয়টি সহজভাবে নিচ্ছি না। এ ঘটনায় আমাদের একজন স্টাফ বাদী হয়ে থানায় মামলা দায়ের করেছেন।
এবিষয়ে রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক খন্দকার মু. মুশফিকুর রহমান বলেন, একজন নির্বাহী ম্যাজিস্ট্রেটের গাড়ীতে হামলা চরম অন্যায়। ঘটনার তদন্ত চলছে। পুলিশ ঘটনার সাথে যারা জড়িত তাদের খুঁজে বের করে উপযুক্ত শাস্তি নিশ্চিত করবে।
দেবিদ্বার থানার ওসি নয়ন মিয়া বলেন, ম্যাজিস্ট্রেটের গাড়িতে হামলার ঘটনায় চালক আলাউদ্দিন বাদী হয়ে অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে মামলা দিয়েছেন। মামলাটি সোমবার সকালে আমরা এফআইআর ভূক্ত করেছি। তদন্ত করে দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
Last Updated on January 1, 2024 5:07 pm by প্রতি সময়