কুমিল্লা দেবিদ্বার উপজেলা আওয়ামী লীগের সভাপতি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে সরকার বিরোধী প্রচারণা শেয়ার করে দলীয় নেতাকর্মীদের সমালোচনার মুখে পড়েছেন।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সজিব ওয়াজেদ জয়, দেবিদ্বারের এমপি রাজী মোহাম্মদ ফখরুলসহ আওয়ামী লীগ নেতাদের নিয়ে বিতর্কিত ইউটিউবার জাওয়াদ নির্জরের ‘কুমিল্লার দেবিদ্বারের দানব : এমপি রাজী মোহাম্মদ ফখরুল’ শিরোনামের প্রতিবেদনটি বুধবার দেবিদ্বার উপজেলা আওয়ামী লীগের সভাপতি একেএম সফিউদ্দিন তার ব্যক্তিগত ফেসবুক আইডিতে শেয়ার করেন। এনিয়ে গোটা কুমিল্লায় দেবিদ্বার উপজেলা আওয়ামী লীগের সভাপতি একেএম সফিউদ্দিনের এমন কাণ্ডে সমালোচনার ঝড় বইছে।
বিতর্কিত প্রতিবেদনটি নিজের ফেসবুক শেয়ার করার বিষয়টি স্বীকার করে বৃহস্পতিবার দেবিদ্বার উপজেলা আওয়ামী লীগের সভাপতি একেএম সফিউদ্দিন গণমাধ্যমকে জানান, প্রতিবেদনটি শেয়ার করেছিলাম, পরে আবার ডিলিট করে দিয়েছি। প্রতিবেদনটি সত্য মনে হয়েছে তাই শেয়ার করেছি। তবে আমি এমপি রাজী মোহাম্মদ ফখরুলের ভাল কাজের ছবিও ফেসবুকে শেয়ার করে থাকি।
এদিকে বিতর্কিত প্রতিবেদনটি শেয়ার করে ফেসবুকে ছড়িয়ে দেওয়ায় উপজেলা সভাপতি সফিউদ্দিনের ওপর ক্ষোভ ঝেড়েছেন উপজেলা আওয়ামী লীগ, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। তারা মনে করেন এ ঘটনায় দলের ভাবমূর্তি ক্ষুন্ন হয়েছে। কোন মহলকে খুশি করতেই এমন বিতর্কিত প্রতিবেদন শেয়ার করেছেন সফিউদ্দিন। আওয়ামী লীগের রাজনীতি করলেও এধরণের নেতারা প্রত্যক্ষ পরোক্ষভাবে দলের সমালোচনা করে থাকেন। এধরণের নেতাদের নেতৃত্ব দলের জন্য বিপজ্জনক।
Last Updated on August 10, 2023 6:41 pm by প্রতি সময়