সনাতন ধর্মাবলম্বীদের সর্ববৃহৎ ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা পূজার আনন্দ যেন সার্বজনীন হয়ে ওঠে এ আশাবাদ ব্যক্ত করে কুমিল্লার দেবিদ্বার পৌর এলাকার বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন ও পূজা আয়োজক কমিটির সাথে শুভেচ্ছা বিনিময় করেছেন দেবিদ্বার পৌরসভার সম্ভাব্য মেয়র প্রার্থী সাংবাদিক আবুল খায়ের। এসময় তিনি তার ব্যক্তিগত উদ্যোগে দেবিদ্বার পৌর এলাকার পূজামণ্ডপগুলোতে আর্থিক অনুদান ও শুভেচ্ছা উপহার প্রদান করেন।
শনিবার (১ অক্টোবর)শারদীয় দুর্গাপূজার ষষ্ঠীর দিন বিকেল থেকে রাত অব্দি দৈনিক যুগান্তরের কুমিল্লা ব্যুরো রিপোর্টার, সমাজহিতৈষী আবুল খায়ের দেবিদ্বার পৌর এলাকার পূজামণ্ডপ পরিদর্শন করেন।
পূজামণ্ডপ পরিদর্শন ও আয়োজকদের সাথে মতবিনিময়কালে সাংবাদিক আবুল খায়ের বলেন,ধর্ম মানবকল্যাণের জন্য। মহান মুক্তিযুদ্ধের মধ্যদিয়ে আমরা একটি অসাম্প্রদায়িক বাংলাদেশ পেয়েছি। এখানে সব ধর্মের মানুষ নিরাপদে যার যার ধর্ম পালন করতে পারছে। এই দেবিদ্বারে হিন্দু-মুসলিম সম্প্রদায়ের মধ্যে ভ্রাতৃত্ববোধের সম্পর্ক শতবছর ধরে চলে আসছে। সম্প্রীতির এক নিবিড় বন্ধন জড়িয়ে আছে এই দেবিদ্বারে। আমরা কোনভাবেই এ সম্পর্ক নষ্ট হতে দেব না। এখানে যাতে দুর্গোৎসবের সকল আয়োজন শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়, এজন্য আমরা সবাই প্রশাসনকে সহযোগিতা করবো, সহযোগিতা নেবো এবং ধর্মীয় সম্প্রীতি রক্ষা করবো।দেবিদ্বারে শারদীয় দুর্গাপূজা যেন উৎসবমুখর হয় এ জন্য আমাদের সব রকম সহযোগিতা অব্যাহত থাকবে।
এসময় দেবিদ্বার উপজেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক মানিক চক্রবর্তী বলেন, সনাতন ধর্মীয় মানুষের এ উৎসব ধর্মীয় ভাবগাম্ভীর্য ও নানা আনুষ্ঠানিকতার মাধ্যমে সকলের সহযোগিতায় সম্পন্ন হবে।
Last Updated on October 2, 2022 2:21 pm by প্রতি সময়