কুমিল্লা দেবিদ্বার পৌর এলাকায় যত্রতত্র ফেলা হচ্ছে ময়লা-আবর্জনা। ময়লা আবর্জনার ভাগাড়ে পরিণত হয়েছে দেবিদ্বার পৌর এলাকা দরিদ্র মানুষজন থাকেন। ফলে দুর্গন্ধে অতিষ্ঠ হয়ে উঠেছেন পৌর এলাকা ও আশপাশের বাসিন্দারা। চলাফেরায় ভোগান্তি পোহাচ্ছেন পথচারীরা।
দেবিদ্বার পৌরসভার ৯টি ওয়ার্ডের লোকসংখ্যা প্রায় ৪৫ হাজার। প্রতিটি পরিবার থেকে প্রতিদিন প্রায় দুই কেজি পরিমাণ বর্জ্য এলাকার রাস্তাঘাটের পাশে ফেলা হচ্ছে। এছাড়াও একটি সদর হাসপাতাল, ৩৮টি প্রাইভেট হসপিটাল ও ডাইগনস্টিক সেন্টার, কাঁচা বাজার, স্কুল কলেজ, সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানসহ বিভিন্ন ধরনের দপ্তর থেকে প্রতিদিন প্রচুর ময়লা-আবর্জনা ডাস্টবিনের বাইরে রাস্তায় খেলা হচ্ছে। উন্মুক্ত স্থানে এভাবে ময়লা আবর্জনা ফেলায় একদিকে পরিবেশ দূষিত হচ্ছে অন্যদিকে জনস্বাস্থ্যের জন্য হুমকি হয়ে দাঁড়িয়েছে।
খোঁজ নিয়ে জানা গেছে, প্রতিদিন ভোর বেলায় পৌরসভার কয়েকটি ভ্যানে বিভিন্ন মহল্লা থেকে নির্দিষ্ট ডাস্টবিন না থাকায় কুমিল্লা-সিলেট আঞ্চলিক মহাসড়ক ও ছোট-বড় সংযোগ সড়কের পাশে, পরিত্যক্ত জায়গায়, সাইলচর কুরেরপাড়, বারেরা ফুলগাছতলা, মহিলা কলেজ গেট, পুরাতন বাজার মাদ্রাসা পাড়া, ছোটআলমপুর ইকরা নগরীর সহ ১০ থেকে ১২টি খোলা ও উন্মুক্ত স্থানে পৌর এলাকার বর্জ্য ফেলছেন পরিচ্ছন্ন কর্মীরা।
পৌরসভার পরিচ্ছন্ন কর্মীরা জানান, ময়লা ফেলার নির্দিষ্ট কোন স্থান নেই। তাই যেখানে সুবিধা সেখানে ময়লা ফেলা হচ্ছে। ডাস্টবিন বা ডাম্পিং স্টেশন হলে সেখানে ময়লা ফেলা হবে।
দেবিদ্বার পৌরসভার নব-নির্বাচিত মেয়র সাইফুল ইসলাম শামীম বলেন, পানি নিষ্কাশন, ড্রেনেজ ব্যবস্থা ও ডাম্পিং স্টেশনের জন্য ৯ কোটি টাকার প্রকল্পের বরাদ্দ এসেছে। এরই মধ্যে কাজও শুরু হয়েছে। আগামী চার-পাঁচ মাসের মধ্যে কাজ সম্পন্ন হবে বলে আমি আশা করি। তখন পৌর এলাকার সব ময়লা বর্জ্য সেখানে ডাম্পিং করা হবে।
Last Updated on February 3, 2024 10:32 pm by প্রতি সময়