বুধবার, ১১ ডিসেম্বর ২০২৪, ০৬:০২ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
কুমিল্লা নগরীতে যানজট দুর্ভোগ : নিরসনে প্রয়োজন সমন্বিত উদ্যোগ বাংলাদেশের বহু বিএনপি নেতাকর্মীর পরিবারের কাহিনী আমার পরিবারের মতোই : তারেক রহমান অন্তর্বর্তী এই সরকারকে দিয়ে দেশের সম্পূর্ণ সংস্কার সম্ভব নয় : ড. খন্দকার মোশাররফ হোসেন বুড়িচংয়ে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু মুরাদনগরে বিদ্যালয়ের শ্রেণিকক্ষ সঙ্কটে পাঠদান চলছে খোলা জায়গায় দ্বীনি শিক্ষা বিস্তারে ইতিহাস ও ঐতিহ্যের সোনালি স্মারক কাগতিয়া কামিল এম.এ. মাদরাসা হোটেল ডায়নার ওয়েটার তফাজ্জল দুই বার বিসিএসে উত্তীর্ণ কন্যার গর্বিত পিতা ভারতীয় মিডিয়ার অপপ্রচারের বিরুদ্ধে বাংলাদেশের গণমাধ্যমকে সচেতন ভূমিকা রাখার আহ্বান হাসনাতের চার্টার্ড লাইফ ইন্স্যুরেন্সের সাড়ে ৬ লক্ষাধিক টাকার মৃত্যু দাবির চেক পেলেন নমিনী দেলোয়ার ও নাজমুলের নেতৃত্বে কুমিল্লা দক্ষিণ জেলা যুব অধিকার পরিষদ কৃষি উদ্যানে কৃষিশিক্ষার ব্যবহারিক ক্লাস করলো কুমিল্লা আইডিয়াল কলেজের শিক্ষার্থীরা ভারতে বসে ষড়যন্ত্র করে লাভ নেই : কুমিল্লার সম্মেলনে আমিরে জামায়াত এক ময়লার ভাগাড়ে ‘নরক যন্ত্রণায়’ দশ গ্রামের মানুষ * রিসাইক্লিং ব্যবস্থা না থাকায় দূষিত হচ্ছে পরিবেশ * সুখবর নেই বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদন প্রকল্পের প্রকৃত গণমাধ্যম কর্মীরাই পারে একটি বৈষম্যহীন কল্যাণকর রাষ্ট্র গঠনে ভূমিকা রাখতে সার্কের আলোকে এই উপমহাদেশের রাজনীতি চলবে: বরকত উল্লাহ বুলু স্বৈরাচারী হাসিনা মিথ্যা অজুহাত দিয়ে জামায়াতের নেতৃবৃন্দকে ফাঁসিতে ঝুলিয়ে হত্যা করেছে কুমিল্লার মেঘনায় যৌথবাহিনীর অভিযানে বিপুল পরিমাণ মাদকসহ ৫ জন গ্রেফতার স্বৈরাচারী শেখ হাসিনার হাত ধরে বাংলাদেশকে অঙ্গরাজ্য করার স্বপ্ন দেখেছিল ভারত : বিএনপি নেতা হাজী ইয়াছিনন কুবি’র গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের এক শিক্ষার্থীর বিরুদ্ধে যৌন হেনস্তার অভিযোগ ছাত্র আন্দোলনে গুলিবর্ষণকারী সাফিন গ্রেফতার

দেবিদ্বার পৌর নির্বাচনে অংশ নেয়ায় দুই মেয়র প্রার্থীসহ বিএনপির ১২ নেতা বহিস্কার

নেকবর হোসেন, স্টাফ রিপোর্টার
  • আপডেট টাইম শুক্রবার, ৩০ জুন, ২০২৩
  • ৯৮ দেখা হয়েছে

কুমিল্লার দেবিদ্বার পৌরসভা নির্বাচনে দলীয় সিদ্ধান্ত অমান্য করে অংশ নেয়ায় দুই মেয়র প্রার্থী ও ১০ কাউন্সিলর প্রার্থীকে দলের প্রাথমিক সদস্য পদসহ সকল পর্যায়ের পদ থেকে আজীবনের জন্য বহিস্কার করা হয়েছে।

গত বুধবার (২৮জুন) বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত পৃথক চিঠিতে তাঁদের বহিস্কারের বিষয়টি জানানো হয়।

বৃহস্পতিবার বহিস্কারের সত্যতা নিশ্চিত করেছেন কুমিল্লা (উত্তর) জেলা বিএনপির সদস্য সচিব এ.এফ.এম তারেক মুন্সী।

বহিস্কৃতরা হলেন, স্বতন্ত্র মেয়র প্রার্থী ও কুমিল্লা উত্তর জেলা বিএনপির সাবেক সহসভাপতি মো. শাহজাহান মোল্লা। তিনি মেয়র পদে ইস্ত্রি প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন। আরেক মেয়র প্রার্থী পৌর বিএনপির সদস্য মো. শরিফুল ইসলাম ওরফে সুমন। তিনি চামচ প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন।

এছাড়াও বহিষ্কারের তালিকা ১০ কাউন্সিলর প্রার্থীরা হলেন- পৌর বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মো. মহসিন সরকার,৬ নম্বর ওয়ার্ড বিএনপির যুগ্ম আহবায়ক মো. আবদুল আলীম,১ নম্বর ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি আবদুর রহিম, উপজেলা ছাত্রদলের সাবেক সিনিয়র সহসভাপতি এ.আর আহমেদ, ৬নং ওয়ার্ড বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক আবদুল হালিম সরকার, ৪ নং ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি আবুল কালাম আজাদ, পৌর বিএনপির সাবেক সদস্য বশির আহমেদ সরকার,৬নং ওয়ার্ড বিএনপির সদস্য মজিবুর রহমান,২নং ওয়ার্ড বিএনপির যুগ্ম আহবায়ক জালাল উদ্দিন ও ৩ নং ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি শহিদ মিয়া (কর্মকার)।

দলীয় সূত্র বলছে, বিএনপির কেন্দ্রীয় নেতৃত্ব বর্তমান সরকারের অধীনে সব ধরনের নির্বাচনে দলগতভাবে অংশ না নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। তাই দলীয় সিদ্ধান্ত অমান্য করে যাঁরা প্রার্থী হয়েছেন, তাঁদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিয়েছে দলটি। এরই অংশ হিসেবে দেবিদ্বার পৌরসভা নির্বাচনে অংশ নেয়া মেয়র ও কাউন্সিলর প্রার্থীদের বহিস্কার করা হয়। এর আগে গত ২৬ জুন পৃথক চিঠিতে তাঁদের ২৪ ঘন্টার সময় দিয়ে কারণ দর্শানোর নোটিশ দেয়া হলেও কেউই চিঠির জবাব দেয়নি বলে বহিস্কারের চিঠিতে উল্লেখ করা হয়েছে।

দলের জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত বহিস্কারের চিঠিতে উল্লেখ করা হয়েছে ‘ দলীয় সিদ্ধান্ত ও নির্দেশনাকে এহেন অবজ্ঞা ও ঔদ্ধত্যের জন্য বিএনপির গঠনতন্ত্রের বিধান অনুযায়ী দলের প্রাথমিক সদস্য পদসহ সকল পর্যায়ের পদ থেকে আজীবনের জন্য বহিস্কার করা হলো।

এ বিষয়ে স্বতন্ত্র মেয়র প্রার্থী ও সদ্য বহিস্কৃত বিএনপির নেতা মো. শাহজাহান মোল্লা বলেন, ২৪ ঘন্টার সময় দিয়ে আমাদের কারণ দর্শানোর নোটিশ দেয়া হয়, কিন্তু সেই নোটিশ হাতে আসার আগেই জানতে পারলাম আজীবন বহিস্কার। তিনি আরও বলেন, দীর্ঘ প্রায় ২২ বছর পর নির্বাচন হতে হচ্ছে তাই দলীয় নেতাকর্মী ও সমর্থকদের অনুরোধে প্রার্থী হয়েছি। দলে থাকার বিষয়ে অবস্থান স্পষ্ট করে তিনি বলেন, দল থেকে আমাকে বহিস্কার করলেও মনকে তো আর বহিস্কার করা যায় না, তাই শহীদ জিয়া ও বেগম খালেদা জিয়ার একজন কর্মী হিসেবেই আমরণ এ দলের সাথে সম্পর্ক থাকবে।

কুমিল্লা উত্তর জেলা বিএনপির সদস্য সচিব এএফএম তারেক মুন্সী বলেন, আমাদের দল বিএনপির সিদ্ধান্ত বর্তমান সরকারের অধীনে কোনো নির্বাচনে যাবে না। তাই দলের সিদ্ধান্ত অমান্য করে দেবিদ্বার পৌরসভা নির্বাচনে যারা প্রার্থী হয়েছেন তাদের কেন্দ্র থেকে বহিস্কার করা হয়েছে। বহিস্কৃতদের নিকট কারণ দর্শানোর চিঠি প্রেরণ নিয়ে শাহজাহান মোল্লার অভিযোগ অস্বীকার করে তিনি আরও বলেন,যথাসময়ে শাহজাহান মোল্লার হোয়াটস্যাপে ও বাসায় লোক দিয়ে চিঠি পাঠানো হয়েছে,এর প্রমানও আছে।

Last Updated on June 30, 2023 4:12 pm by প্রতি সময়

শেয়ার করুন
এই ধরনের আরও খবর...

বিস্তারিত জানতে ছবিতে ক্লিক করুন।

themesba-lates1749691102