প্রতিষ্ঠার ২১ বছর পর অনুষ্ঠিত কুমিল্লার দেবিদ্বার পৌরসভার প্রথম নির্বাচনে প্রায় চার হাজার ভোটের ব্যবধানে প্রতিদ্বন্দ্বী প্রার্থীকে হারিয়ে মেয়র নির্বাচিত হলেন নৌকা প্রতিকের সাইফুল ইসলাম শামীম। সোমবার (১৭ জুলাই) রাত ৯ টার দিকে ভোট গণনা শেষে রিটার্নিং কর্মকর্তা ও জেলা নির্বাচন কর্মকর্তা মঞ্জুরুল আলম তাকে বেসরকারীভাবে বিজয়ী ঘোষনা করেন।
সোমবার সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত বিপুল উৎসাহ-উদ্দীপনা ও কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে সম্পন্ন হয় দেবিদ্বার পৌর নির্বাচন। ইভিএমের মাধ্যমে ১৪ টি কেন্দ্রে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।পৌরসভায় মোট ভোটার ৪৪ হাজার ৫৮৭ জন।
সোমবার অনুষ্ঠিত নির্বাচনের ফলাফলে আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী সাইফুল ইসলাম শামীম পেয়েছেন ১২ হাজার ১৪৯ ভোট এবং তার নিকটতম প্রতিদ্বন্দ্বি স্বতন্ত্র প্রার্থী নারকেলগাছ প্রতিকের মোঃ আবুল কাসেম পেয়েছেন ৭ হাজার ৭৭১ ভোট।
মেয়র পদে মোট আট জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। এরমধ্যে বাকি ছয় জন এম, এ কাইয়ুম ভূইয়া (ক্যারামবোর্ড) ৪ হাজার ৯৮৮ ভোট, শাহজাহান মোল্লা (ইস্ত্রি) ১ হাজার ৬৯৬ ভোট, আবুল খায়ের (কম্পিউটার) ১ হাজার ৫৩৭ ভোট, এবিএম আতিকুর রহমান বাশার (মোবাইল ফোন) ৮৭০ ভোট, এ্যাডভোকেট সাইফুল ইসলাম সরকার (জগ) ২৩১ এবং শরিফুল ইসলাম সুমন (চামচ) ৩২৩ ভোট পেয়েছন।
প্রসঙ্গত ২০০২ সালে দেবিদ্বার পৌরসভা গঠিত হলেও সীমানা সংক্রান্ত মামলা জটিলতায় দীর্ঘ ২১ পর বছর অনুষ্ঠিত হয় দেবিদ্বার পৌরসভা নির্বাচন।
Last Updated on July 17, 2023 11:24 pm by প্রতি সময়