বুধবার, ২৯ মার্চ ২০২৩, ০৯:২৯ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
‘সুখবর’ শব্দদূষণে অতিষ্ঠ ব্রাহ্মণপাড়াবাসী কুমিল্লা বিসিকে আজাদ ফুডকে দেড় লাখ টাকা জরিমানা কুমিল্লার দুই প্রাইভেট হাসপাতালকে ৪ লাখ টাকা জরিমানা সৌদিতে বাস দুর্ঘটনা : ১২ দিনের কোম্পানির ছুটি পেয়ে লাশ হয়ে বাড়ি ফিরবে মুরাদনগরের মামুন মিয়া এপেক্স ক্লাব অব কুমিল্লা মেট্রোপলিটনের উদ্যোগে খাদ্য সামগ্রী বিতরণ  সৌদিতে ওমরাহ যাত্রী বহনকারী বাস দুর্ঘটনায় নিহতদের দুইজনের বাড়ি কুমিল্লায় যাত্রিক নাট্যগোষ্ঠীর আয়োজনে নবীন-প্রবীন নাট্যকর্মী ও বিশিষ্টজনদের মিলনমেলা কুমিল্লার নিমসার বাজারের ইজারা পেলেন  জামাল হোসেন  বুড়িচংয়ে মসজিদের ইমামের আলোচনাকে কেন্দ্র করে সংঘর্ষ দেবিদ্বারে প্রধান শিক্ষকের বিরুদ্ধে মামলার সুষ্ঠু তদন্তের দাবি শিক্ষক সমিতির মুক্তিযোদ্ধাদের যথাযথ সম্মান ও মূল্যায়ন করতে হবে : এমপি আবুল হাশেম খান কুমিল্লায় দুই সৎ ভাইকে হত্যার দায়ে একজনের ফাঁসি কুমিল্লায় শিক্ষানবিশ আইনজীবীদের সঙ্গে প্রতারণার অভিযোগে শ্যালক-দুলাভাই আটক কুমিল্লা সদরের আমড়াতলীতে সিএনজি অটোরিকশায় মিলেছে ৯৮৫ বোতল ফেন্সিডিল বুড়িচংয়ে চাঁদা বন্ধ ও হত্যার বিচারের দাবিতে মানববন্ধন কুমিল্লার নাঙ্গলকোটের কাকৈরতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মহান স্বাধীনতা দিবস উদযাপন বুড়িচং নিমসার বাজারে সিএনজির জিবির টাকা আদায় নিয়ে দুই ভাইয়ের একজনকে পিটিয়ে হত্যা অপরজনকে আহত বঙ্গবন্ধুর নেতৃত্বে আমরা পেয়েছি লাল সবুজের পতাকা ও স্বাধীন-সার্ভভৌম বাংলাদেশ : কুমিল্লা শিক্ষাবোর্ড চেয়ারম্যান কুমিল্লায় যথাযোগ্য মর্যাদায় স্বাধীনতা দিবস পালিত আজ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস

দেবীদ্বার উপজেলা পরিষদ উপ-নির্বাচন : আ’লীগে মনোনয়ন প্রত্যাশি ৯জন

মো. জাকির হোসেন, স্টাফ রিপোর্টার-কুমিল্লা
  • আপডেট টাইম সোমবার, ২৫ জানুয়ারী, ২০২১
  • ২১৬ দেখা হয়েছে

একক প্রার্থীতার বিষয়ে কোনো ঐক্যমত্য না হওয়ায় এবং একাধিক হেভিওয়েট প্রার্থী থাকায় কুমিল্লার দেবীদ্বার উপজেলা পরিষদ উপ-নির্বাচনে চেয়ারম্যান পদে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী নয় জনের নাম যাচ্ছে কেন্দ্রের মনোনয়ন বোর্ডে।

আওয়ামী লীগ সূত্রে জানা যায়, একক প্রার্থীতার বিষয়ে একাধিক বৈঠক ও মতবিমিয় করার পরও নেতৃবৃন্দ এবং প্রার্থীগণ কেউই মতৈক্যে পোঁছতে পারেননি।সর্বশেষ রবিবার (২৪ জানুয়ারী) বিকাল সাড়ে তিনটায় সাবেক মন্ত্রী, সচিব, জাতীয় সংসদের প্যানাল স্পিকার এবং সংসদ সদস্য, কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি এবিএম গোলাম মোস্তফার গুলশানস্থ বাসভবনে কুমিল্লা উত্তর জেলা কমিটির উদ্যোগে স্থানীয় সংসদ সদস্য রাজী মোহাম্মদ ফখরুল, কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব রোশন আলী মাস্টার সহ উত্তর জেলা নেতৃবৃন্দ এবং উপজেলা পরিষদের উপনির্বাচনের সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থীগণের উপস্থিতিতে এক সভা অনুষ্ঠিত হয়।

সভায় সর্বসম্মতিক্রমে ৯ জন সম্ভাব্য প্রার্থীর একটি তালিকা করা হয় এবং এই ৯ প্রার্থীর নাম বাংলাদেশ আওয়ামী লীগের মনোনয়ন বোর্ডে প্রেরন করার সিদ্ধান্ত নেওয়া হয়। তালিকায় নাম আছে যথাক্রমে-কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি প্রবীণ রাজনীতিক, আ’লীগের নিবেদীত জননেতা অ্যাডভোকেট নিজামুল হক।

সাবেক ছাত্র নেতা দেবীদ্বার উপজেলা ছাত্রলীগের সভাপতি, দেবীদ্বার সুজাত আলী সরকারি কলেজ’র সাবেক ভিপি, কুমিল্লা উত্তর জেলা ছাত্র লীগের প্রতিষ্ঠাতা আহবায়ক, দেবীদ্বার উপজেলা পরিষদ’র সাবেক ভাইস চেয়ারম্যান, বাংলাদেশ আওয়ামীলীগ তথ্য প্রযুক্তি কেন্দ্রীয় ফোরামের সহ-সভাপতি, বাংলাদেশ আ’লীগ দেবীদ্বার উপজেলা সাংগঠনিক সম্পাদক ও কুমিল্লা উত্তর জেলা আ’লীগের যুব ও ক্রীড়া সম্পাদক, একাধিকবার উপজেলা পরিষদ চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দীতাকারী এ,কে,এম সফিকুল আলম কামাল।

দেবীদ্বারের এক সময়ের তুখোর ছাত্র নেতা, দেবীদ্বার সুজাত আলী সরকারী কলেজ ছাত্র সংসদের সাবেক এ,জি,এস, ছাত্রলীগ ও যুবলীগ দেবীদ্বার উপজেলা সাবেক সভাপতি, যুবলীগ কুমিল্লা উত্তর জেলা কমিটির সাবেক সহ-সভাপতি, জুলিওকুরি বঙ্গবন্ধু পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক, বর্তমান সেচ্ছাসেবক লীগ কেন্দ্রীয় কমিটির সদস্য ও দেবীদ্বার উপজেলা আ’লীগের সদস্য, স্বৈরাচার এরশাদ বিরোধী আন্দোলনে কারা নির্বাসিত ও ২১ আগষ্ট গ্রেনেট হামলায় শরীরে গ্রেনেটের স্পিন্টার্স বহনকারী আওয়ামী পরিবারের নিবেদীত কর্মী মো. আনোয়ার হোসেন খোকন।

সাবেক ছাত্র নেতা, মুক্তিযোদ্ধার সন্তানদের প্রতিনিধিত্বকারী অন্যতম সংগঠন ‘আমরা মুক্তিযোদ্ধার সন্তান’ কেন্দ্রীয় কমিটির দির্ঘদিনের সভাপতি, আওয়ামী সেচ্ছা সেবক লীগ কেন্দ্রীয় নির্বাহী সংসদের মুক্তিযুদ্ধ বিষয়ক সহ-সম্পাদক, মুক্তিযোদ্ধার সন্তান ও প্রজন্ম ঐক্য মঞ্চেরে কন্দ্রেীয় সভাপতি, মুক্তিযুদ্ধের চেতনায় সম্মিলিত নাগরিক কমিটির আহবায়ক, আ’লীগ কুমিল্লা উত্তর জেলা কমিটির সাংগঠনিক সম্পাদক, মুক্তিযোদ্ধা পরিবারের সন্তান আলহাজ¦ হুমায়ুন কবির। তিনি তত্বাবধায়ক সরকারের আমলে জননেত্রী শেখ হাসিনার মুক্তির দাবী সহ ৭দফা দাবী নিয়ে সারা দেশে লড়াই করেন। স্বাধীনতা বিরোধীদের ষড়যন্ত্রের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে জাতীয় নেতাদের সাথে সারা দেশে সভা সমাবেশে করে ঘুরে বেড়িয়েছেন।

কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক, কুমিল্লা মডেল কলেজ’র প্রতিষ্ঠাতা, ঢাকা গ্রুপের ব্যাবস্থাপনা পরিচালক, কুমিল্লা কর অঞ্চলের সর্বোচ্চ করদাতা, এফবিসিসিআই-এর সদস্য বিশিষ্ট শিল্পপতি আবুল কালাম আজাদ।

কুমিল্লা জেলা আওয়ামী লীগের কৃষি ও সমবায় সম্পাদক, কুমিল্লা উত্তর জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি, ৩নং ইউছুফপুর ইউনিয়ন পরিষদ’র বর্তমান চেয়ারম্যান, স্বৈরাচার এরশাদ বিরোধী আন্দোলন ও জোট সরকারের দমন নিপিড়নের শিকার মোস্তফা কামাল চৌধুরী।

সাবেক ছাত্র নেতা মাহববুর রহমান, জোট সরকারের আমলে চান্দিনা রেদোয়ান আহমেদ ডিগ্রী কলেজ শাখা ছাত্রলীগের আহবায়ক। তিনি ১৯৮৫সাল থেকে আ’লীগের রাজনীতিতে যুক্ত হন। ২০০৫সালে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতিতে মাষ্টার্স শেষ করে যুক্তরাজ্যের ম্যানচেষ্টার থেকে ম্যানেজম্যান্ট ষ্টাডিজ বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রী অর্জন করেন। মাহববুর রহমান একজন সফল ব্যবসায়ি ও যুক্তরাজ্য আ’লীগ ওল্ডহ্যাম শাখার কার্যকরি কমিটির সদস্য।

সদ্য প্রয়াত উপজেলা পরিষদ চেয়ারম্যান পুত্র ঢাকা আউটার ষ্ট্যাডিয়ামে প্রতিষ্ঠিত ‘মেসার্স শাহানূর ট্রেডার্স’র স্বত্বাধিকার ইঞ্জিনিয়ার শাহনেওয়াজ পারভেজ।

দেবীদ্বার উপজেলা শ্রমীকলীগ সাধারণ সম্পাদক, আইন সহায়তা কেন্দ্র (আসক) ফাউন্ডেশন’র দেবীদ্বার শাখা সভাপতি, জাতীয় ঐক্য ফোরাম দেবীদ্বার শাখার সভাপতি, কুমিল্লার বাণী ২৪ ডট কম’র নির্বাহী সম্পাদক মো. কাউসার হায়দার।

এ বিষয়ে কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি, সাবেক মন্ত্রী, সচিব, জাতীয় সংসদের প্যানাল স্পিকার ও সাবেক সংসদ সদস্য এবিএম গোলাম মোস্তফা বলেন, গতকাল (রোববার (২৪ জানুয়ারী) জেলা কমিটির বৈঠকে আমরা একক প্রার্থী নির্বাচনে সম্মত হতে পারি নাই। তবে আমাদের প্রার্থী হবে দলের সিনিয়র ত্যাগী নেতা, স্থানীয় রাজনীতিতে সক্রিয়, উড়ে এসে জুড়ে বসা এমন কাউকে প্রার্থী করা হবেনা। উপস্থিত ৯ আগ্রহী প্রার্থীর তালিকা কেন্দ্রে পাঠানো হবে। কেন্দ্রের সিদ্ধান্তই হবে আমাদের চুড়ান্ত সিদ্ধান্ত।

এ বিষয়ে কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক আলহাজ¦ রোশন আলী মাস্টার বলেন, আমরা উপস্থিত ৯ প্রার্থীর নামই কেন্দ্রে পাঠাব, তাদের রাজনৈতিক জীবনবৃত্তান্ত দেখে কেন্দ্র যাকে নৌকা প্রতীকের প্রার্থী হিসেবে দলীয় মনোনয়ন দেবেন আমরা তাকে নিয়েই প্রতিদ্ব›দ্বায় নামব।

এদিকে এ ব্যপারে সোমবার (২৫ জানুয়ারি) দুপুরে কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের সদস্য ও কুমিল্লা-৪ দেবীদ্বার নির্বাচনী এলাকার সংসদ সদস্য রাজী মোহাম্মদ ফখরুল’র সাথে যোগাযোগের চেষ্টা করলেও তিনি জাতীয় সংসদ অধিবেশনে থাকায় কথা বলা সম্ভব হয়নি।

# দেশ-বিদেশের গুরুত্বপূর্ণ খবর জানতে প্রতিসময় ডট কম ( protisomoy.com) এ চোখ রাখুন এবং প্রতিসময় protisomoy ফেসবুক পেইজে লাইক দিন। এছাড়াও protisomoy ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেলবাটন ক্লিক করে নতুন নতুন সংবাদ ও বিনোদন ভিডিও পেতে আমাদের সাথে থাকুন। ধন্যবাদ

Last Updated on January 25, 2021 9:35 pm by প্রতি সময়

শেয়ার করুন
এই ধরনের আরও খবর...

বিস্তারিত জানতে ছবিতে ক্লিক করুন।

themesba-lates1749691102