গণঅধিকার পরিষদের যুব সংগঠন যুব অধিকার পরিষদের কুমিল্লা দক্ষিণ জেলা কমিটির অনুমোদন দেওয়া হয়েছে। ৩৮ সদস্য বিশিষ্ট কমিটিতে সভাপতি দেলোয়ার হোসেন, সাধারণ সম্পাদক নাজমুল ইসলাম ও সাংগঠনিক সম্পাদক করা হয়েছে আমিনুল হক সেলিম ভূইয়াকে।
শুক্রবার (৬ ডিসেম্বর) যুব অধিকার পরিষদের কেন্দ্রীয় সভাপতি মনজুর মোরশেদ মামুন এবং সাধারণ সম্পাদক নাদিম হাসান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে কমিটির সদস্যদের নাম ঘোষণা করা হয়।
সভাপতি, সাধারণ সম্পাদক এবং সাংগঠনিক সম্পাদক ছাড়াও ৩৮ সদস্য বিশিষ্ট ঘোষিত কমিটিতে ৫ জনকে সহ-সভাপতি, ৬ জনকে যুগ্ন সাধারণ সম্পাদক, ৫ জনকে সহ-সাংগঠনিক সম্পাদক এবং ১৯ জনকে সদস্য করা হয়েছে।
কমিটির মেয়াদ আগামী ১ বছরের জন্য সক্রিয় থাকবে বলে জানানো হয় বিজ্ঞপ্তিতে।
Last Updated on December 7, 2024 4:19 pm by প্রতি সময়