কুমিল্লার শীর্ষ সন্ত্রাসী ও হত্যা, ধর্ষণ, অস্ত্র, চাঁদাবাজিসহ ৩২ মামলার আসামী রেজাউল করিমকে জেলা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক দেলোয়ার হোসেন হত্যা মামলায় শোন এরেষ্ট (গ্রেফতার দেখানো) দেখানোর আবেদন মঞ্জুর করেছে আদালত।
বৃহস্পতিবার (২৪ জুন) বিকেলে পিবিআই কুমিল্লার পরিদর্শক ও দেলোয়ার হত্যা মামলার তদন্তকারী কর্মকর্তা পরিদর্শক মতিউর রহমান এ তথ্য নিশ্চিত করেন। আগামী রবিবার এ মামলায় রিমান্ড আবেদন করা হবে বলেও তিনি জানান। অস্ত্র মামলায় দুই দিনের রিমান্ড শেষে রেজাউল বর্তমানে কারাগারে রয়েছে। সে দেলোয়ার হত্যা মামলার এজহার নামীয় প্রধান আসামী।
উল্লেখ্য,গত শুক্রবার (১৮ জুন) গভীর রাতে কুমিল্লা সদর উপজেলার গোলাবাড়ি সীমান্ত অতিক্রমকালে টহলরত বিজিবি (বর্ডার গার্ড অব বাংলাদেশ) সদস্যরা দুই সহযোগীসহ তাকে আটক করে। এ সময় তার ব্যাগ তল্লাশি করে ১টি ৩২ বোরের পিস্তল, ৪ রাউন্ড গুলি, ১৬ পিস ইয়াবা, কৌটা মাদক এক প্যাকেট, ৩টি ভারতীয় পরিচয়পত্র, ভারতীয় ইউসিবি ব্যাংকের ২টি ডেবিট কার্ড, ভারতীয় বিভিন্ন প্রকারের ৭টি কার্ড, নগদ ৭৮৫ টাকা ও কাতারের ১০ দিহরাম জব্দ করা হয়।
# দেশ-বিদেশের গুরুত্বপূর্ণ খবর জানতে প্রতিসময় (protisomoy) ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।
Last Updated on June 24, 2021 10:07 pm by প্রতি সময়