রবিবার, ১৯ জানুয়ারী ২০২৫, ১২:২৯ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
ফ্যাসিস্ট কুৎসিত লোকগুলো যেন সংসদে প্রবেশ করতে না পারে : ড. বদিউল আলম মজুমদার কুমিল্লা নগরীর ফুটপাত দখলমুক্ত করতে জেলা প্রশাসন ও সেনাবাহিনীর অভিযান সফলভাবে শেষ হলো কুমিল্লা আইডিয়াল কলেজের তিন দিনব্যাপী কক্সবাজার শিক্ষাসফর কুমিল্লা মহানগর আওয়ামী লীগ নেতা কবির শিকদার গ্রেফতার লালমাইয়ে প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার, পুলিশ বলছে ঘটনাটি সন্দেহজনক কুমিল্লায় গ্যাস সংকট : এলপিজি সিলিন্ডার ও ইলেকট্রিক চুলায় প্রতিমাসে বাড়তি খরচ সদর দক্ষিণে শিশু নাবিলাকে ধর্ষণ ও হত্যা মামলার আসামি মেহরাজের মৃত্যুদণ্ড কুমিল্লা নগরীতে সেনাবাহিনীর হাতে অস্ত্রসহ দুইজন আটক কুবিতে রকিব-মাসায়িদের নেতৃত্বে টাঙ্গাইলের বন্ধন প্রথম আলো বন্ধুসভা কুমিল্লা জেলা কমিটির পরিচিতি সভা কুমিল্লায় কিশোর গ্যাংয়ের হাতে আট বছরে ১২ খুন কুমিল্লায় ডিসেম্বরে সাত খুন সহ ৩৯৯টি বিভিন্ন অপরাধের ঘটনায় মামলা মুরাদনগরে প্রধান শিক্ষক ময়নাল হোসেনকে আবেগঘন পরিবেশে অবসরজনিত বিদায় শীতার্তদের মাঝে রোটারি ক্লাব অব কুমিল্লা রয়েলের কম্বল বিতরণ নিষিদ্ধ, তবুও তিন চাকার দখলে মহাসড়ক কুমিল্লার চৌদ্দগ্রামে বিদেশি পিস্তলসহ যুবক আটক কুবির নারায়ণগঞ্জ ছাত্র কল্যাণ পরিষদের পুনর্মিলনী অনুষ্ঠিত লাকসামে ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেলের দুই আরোহী নিহত ওয়ার্ল্ড রেকর্ড করতে যাচ্ছে ইবনে তাইমিয়া স্কুল এন্ড কলেজের রিইউনিয়ন চান্দিনায় এশিয়া এয়ারকন বাসের ধাক্কায় দরজাখোলা মারুতির এক শিশুর যাত্রী নিহত

দেশের উন্নয়নে ব্যাচেলর অব মাদরাসা এডুকেশন কোর্স একটি মাইলফলক : আলহাজ্ব মো. ওমর ফারুক

সাদিক মামুন
  • আপডেট টাইম শনিবার, ১৮ ফেব্রুয়ারী, ২০২৩
  • ৪১১ দেখা হয়েছে
বিএমএড কোর্সের ওরিয়েন্টেশন প্রোগ্রামে সভাপতির বক্তব্য দেন কুমিল্লা জেলা পরিষদের সাবেক প্রশাসক বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মো. ওমর ফারুক

কুমিল্লা ইসলামিয়া আলিয়া কামিল মাদরাসা পরিচালনা কমিটির সহভাপতি ও কুমিল্লা জেলা পরিষদের সাবেক প্রশাসক বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মো. ওমর ফারুক বলেছেন, এদেশের মাদরাসা শিক্ষা জগতে তথা দেশের উন্নয়নে ব্যাচেলর অব মাদরাসা এডুকেশন (বিএমএড) কোর্স একটি মাইলফলক। বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়(বাউবি) বিএমএড প্রোগ্রামটি হাতে নিয়ে একটি যুগান্তকারি সিদ্ধান্ত গ্রহণ করেছে। যার মধ্যদিয়ে বাউবি দেশকে এগিয়ে নেয়ার ক্ষেত্রে একটি বড় ধরণের সহযোগী হয়ে গেল।দেশের অনেক মাদরাসা শিক্ষক এধরণের প্রশিক্ষণের অভাবে আর্থিক ও সামাজিক ভাবেও পিছিয়ে পড়েছিলেন।বাউবি’র এ উদ্যোগের ফলে অবহেলিত শিক্ষকগণ এ গ্রোপ্রামটি সম্পন্ন করার মাধ্যমে বিভিন্নভাবে লাভবান হবেন যাতে জাতীয় স্বার্থ প্রাধান্য পাবে।

 

বাউবি পরিচালিত ব্যাচেলর অব মাদরাসা এডুকেশন (বিএমএড) কোর্সের ওরিয়েন্টেশন প্রোগ্রামে সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন। শনিবার সকাল থেকে দুপুর পর্যন্ত কুমিল্লা ইসলামিয়া আলিয়া কামিল মাদরাসা টিউটোরিয়াল কেন্দ্রে এ প্রোগ্রামের আয়োজন করা হয়।

 

 

অনুষ্ঠানে স্বাগত বক্তব্যে কুমিল্লা ইসলামিয়া আলিয়া কামিল মাদরাসার প্রিন্সিপাল ও প্রোগ্রাম কো-অর্ডিনেটর আলহাজ্ব মোহাম্মদ আবদুল মতিন বলেন, বাউবি পরিচালিত বিএমএড প্রোগ্রামটি মাদরাসা শিক্ষকদের জন্য এক সোনালী যুগের সূচনা করতে যাচ্ছে। কারণ সাধারণ স্কুলসমূহে বিএড প্রোগ্রামটি বাধ্যতামূলকভাবে চালু রয়েছে। কিন্তু মাদরাসা শিক্ষকদের জন্য এতোদিন গাজীপুরস্থ বিএমটিটিআইতেই এই সুযোগ ছিল। এখন থেকে বাউবি মাদরাসার আরবি শিক্ষক এবং স্কুলের ধর্মীয় শিক্ষকদের জন্য এ সুবর্ণ সুযোগ করে দিয়েছে।

 

ওরিয়েন্টেশন প্রোগ্রামে বিশেষ অতিথির বক্তব্য রাখেন বাউবি’র আঞ্চলিক কেন্দ্র কুমিল্লা উপ-পরিচালক মাহফুজুর রহমান।

 

অনুষ্ঠানের প্রধান রিসোর্সপার্সন বাউবি’র সহযোগী অধ্যাপক আমিরুল ইসলাম বলেন,বাউবি’র বিএমএড প্রোগ্রামের প্রথম ব্যাচ হিসেবে আগত প্রশিক্ষাণার্র্থীরা অত্যন্ত ভাগ্যবান, কেননা তারা পরবর্তীতে বাউবি’র এ প্রোগ্রামের এমবেসেডর হিসেবে কাজ করার সুযোগ পেলেন এবং প্রোগ্রামটির প্রথম ব্যাচ হিসেবে একটি গর্বের জায়গা করে নিলেন।প্রশিক্ষণার্থীদের সুবিধার্থে বাউবি কর্তৃপক্ষ শুক্রবারের পরিবর্তে শনিবারে টিউটরিয়াল ক্লাস অনুষ্ঠানের ঘোষণা দিয়েছেন।

 

বাউবি’র আঞ্চলিক পরিচালক আহমেদ হুসেইন বলেন, যেকোন প্রোগ্রামের যেকোন বিষয় সম্পর্কে জানার জন্য বাউবি’র আঞ্চলিক কেন্দ্রে আসলে শিক্ষার্থীদের সবধরণের সহযোগিতামূলক পরামর্শ দেওয়া হবে।

 

কুমিল্লা টিচার্স ট্রেনিং কলেজের সহকারী অধ্যাপক ড. মোহাম্মদ আবুল কাশেমের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য রাখে কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের সহকারী অধ্যাপক ড. মোশাররাফ হোসাইন, টিচার্স ট্রেনিং কলেজ কুমিল্লার সাবেক প্রভাষক জনাব শামসুদ্দিন আহমেদ তালুকদার প্রমুখ।

 

বাউবি পরিচালিত ব্যাচেলর অব মাদরাসা এডুকেশন (বিএমএড) কোর্সের ওরিয়েন্টেশন প্রোগ্রামে কুমিল্লা, চাঁদপুর, ব্রাহ্মণবাড়িয়া, ফেনী, নোয়াখালি, লহ্মীপুর, রাজশাহীসহ বিভিন্ন জেলা থেকে ৯৫জন প্রশিক্ষণার্থী অংশ নেন। অনুষ্ঠানে উপস্থিত প্রশিক্ষণার্থীদের বিউবি’র পক্ষ থেকে রজনীগন্ধা ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়।

Last Updated on February 18, 2023 4:25 pm by প্রতি সময়

শেয়ার করুন
এই ধরনের আরও খবর...

বিস্তারিত জানতে ছবিতে ক্লিক করুন।

themesba-lates1749691102