বাংলাদেশের উন্নয়ন, অগ্রযাত্রায় ও বাংলাদেশকে উন্নত রাষ্ট্রে পরিণত করতে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার কোনো বিকল্প নেই উল্লেখ করে কুমিল্লা -৫ আসনের এমপি বীর মুক্তিযোদ্ধা এডভোকেট আবুল হাসেম খান বলেছেন, প্রতিটি ক্ষেত্রে পরিবর্তনের জন্য শেখ হাসিনার প্রয়োজন রয়েছে। শেখ হাসিনা ক্ষমতায় থাকলে আমরা নিরাপদ থাকব, উন্নয়ন হবে। এর সুফল ভোগ করব আমরা সবাই। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্ন বাস্তবায়নে দিন রাত নিরলস কাজ করছেন তারই কন্যা জননেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
এমপি আবুল হাশেম খান আরো বলেন, আজকে দেশের শিক্ষাপ্রতিষ্ঠাগুলোর তাকিয়ে দেখেন কি অভূতপূর্ব উন্নয়ন হয়েছে। আনন্দঘন পরিবেশে শিক্ষা কার্যক্রম পরিচালিত হচ্ছে। শিক্ষার উন্নয়ন ও পরিবর্তনে বিরাট প্রভাব ফেলেছে।এর অবদান একমাত্র বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনার।
তিনি বলেন, আমাদের সমাজের অনেক অর্জন আজকে ম্লান করে দিচ্ছে মাদকের ভয়াল ছোবল। মাদককে ঘিরে সমাজে অন্যান্য অপরাধও মাথাচাড়া দিয়ে উঠছে। এসবের বিরুদ্ধে সমাজের সচেতন সকলকে সম্মিলিতভাবে প্রতিরোধ গড়ে তুলতে হবে। শিক্ষার্থীদের উন্নত জীবন গঠনের বিষয়ে সঠিকভাবে পরিচালিত করতে হবে। আর মানসম্মত পড়ালেখার বিষয়ে শিক্ষকদের ভূমিকা থাকবে অগ্রগণ্য।
রোববার দুপুরে কুমিল্লার বুড়িচং উপজেলার ভারেল্লা দক্ষিণ ইউনিয়নের সোন্দ্রম মাধ্যমিক বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরষ্কার বিতরণ অনুষ্ঠান প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন এমপি আবুল হাশেম।
বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি মোঃ মফিজুল ইসলামের সভাপতিত্বে ও সহকারী শিক্ষক মোঃ মনিরুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি এডভোকেট মোঃ মাহাতাবুর রহমান, বাংলাদেশ শিক্ষক সমিতির বিটিএর সভাপতি অধ্যক্ষ জহিরুল আলম, ইউপি চেয়ারম্যান মোঃ উমর ফারুক, ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ ফারুক আহমেদ, সমাজ সেবক মোঃ বেলায়েত হোসেন খান, সাবেক মেম্বার মোঃ ফরিদ খান, এডভোকেট জাকির হোসেন, প্রধান শিক্ষক আলী আহাম্মদ, প্রধান শিক্ষক নুরুল আমিন চৌধুরী, চানসার উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আলী আক্কাস।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সোন্দ্রম মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মিজানুর রহমান।
মানপত্র পাঠ করেন স্কুলের নবম শ্রেণির শিক্ষার্থী সাদিয়া আক্তার প্রিমা।
অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন ইউপি সদস্য মোঃ রাসেল খান,সাবেক মেম্বার মোঃ কামাল হোসেন, সাংবাদিক ও ইউপি মেম্বার মোঃ জাকির হোসেন, যুবলীগ নেতা গোলাম মোস্তফা, ম্যানেজিং কমিটির সদস্য আবুল কালাম আজাদ, আইয়ূব আলী, ডা.সাইফুল ইসলাম, আব্দুর রহমান, রোমানা আক্তার, সহকারী শিক্ষক যথাক্রমে মোজাম্মেল হক, আফরোজা বেগম, হনুফা বেগম জীবন চন্দ্র ভৌতিক, মনিরুল ইসলাম, মাখন কুমার পাল, মোশাররফ হোসেন, প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোঃ জসিম উদ্দিন প্রমুখ।
Last Updated on February 26, 2023 9:45 pm by প্রতি সময়