বুধবার, ২৯ মার্চ ২০২৩, ০৬:২১ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
কুমিল্লার দুই প্রাইভেট হাসপাতালকে ৪ লাখ টাকা জরিমানা সৌদিতে বাস দুর্ঘটনা : ১২ দিনের কোম্পানির ছুটি পেয়ে লাশ হয়ে বাড়ি ফিরবে মুরাদনগরের মামুন মিয়া এপেক্স ক্লাব অব কুমিল্লা মেট্রোপলিটনের উদ্যোগে খাদ্য সামগ্রী বিতরণ  সৌদিতে ওমরাহ যাত্রী বহনকারী বাস দুর্ঘটনায় নিহতদের দুইজনের বাড়ি কুমিল্লায় যাত্রিক নাট্যগোষ্ঠীর আয়োজনে নবীন-প্রবীন নাট্যকর্মী ও বিশিষ্টজনদের মিলনমেলা কুমিল্লার নিমসার বাজারের ইজারা পেলেন  জামাল হোসেন  বুড়িচংয়ে মসজিদের ইমামের আলোচনাকে কেন্দ্র করে সংঘর্ষ দেবিদ্বারে প্রধান শিক্ষকের বিরুদ্ধে মামলার সুষ্ঠু তদন্তের দাবি শিক্ষক সমিতির মুক্তিযোদ্ধাদের যথাযথ সম্মান ও মূল্যায়ন করতে হবে : এমপি আবুল হাশেম খান কুমিল্লায় দুই সৎ ভাইকে হত্যার দায়ে একজনের ফাঁসি কুমিল্লায় শিক্ষানবিশ আইনজীবীদের সঙ্গে প্রতারণার অভিযোগে শ্যালক-দুলাভাই আটক কুমিল্লা সদরের আমড়াতলীতে সিএনজি অটোরিকশায় মিলেছে ৯৮৫ বোতল ফেন্সিডিল বুড়িচংয়ে চাঁদা বন্ধ ও হত্যার বিচারের দাবিতে মানববন্ধন কুমিল্লার নাঙ্গলকোটের কাকৈরতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মহান স্বাধীনতা দিবস উদযাপন বুড়িচং নিমসার বাজারে সিএনজির জিবির টাকা আদায় নিয়ে দুই ভাইয়ের একজনকে পিটিয়ে হত্যা অপরজনকে আহত বঙ্গবন্ধুর নেতৃত্বে আমরা পেয়েছি লাল সবুজের পতাকা ও স্বাধীন-সার্ভভৌম বাংলাদেশ : কুমিল্লা শিক্ষাবোর্ড চেয়ারম্যান কুমিল্লায় যথাযোগ্য মর্যাদায় স্বাধীনতা দিবস পালিত আজ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস স্কাউটিং সম্প্রসারণের স্বীকৃতিস্বরুপ রৌপ্য ইলিশ’ পদক পেলেন রুহুল আমিন দেবিদ্বারের নবাগত ইউএনওর সাথে সাংবাদিকদের মত বিনিময়

দেশের উন্নয়ন অগ্রগতি ও সমৃদ্ধির রূপকার প্রধানমন্ত্রী শেখ হাসিনা : কুমিল্লা শিক্ষাবোর্ড চেয়ারম্যান

এম এইচ মনির, স্টাফ রিপোর্টার, কুমিল্লা
  • আপডেট টাইম সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২০
  • ১৯৮ দেখা হয়েছে

কুমিল্লা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড চেয়ারম্যান প্রফেসর মো. আবদুস ছালাম বলেছেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আমাদেরকে স্বাধীনতা এনে দিয়েছেন। আর বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা উন্নয়ন, অগ্রগতি ও সমৃদ্ধির পথে এগিয়ে নিয়েছেন বাংলাদেশকে। বিজয়ের কেতন উড়িয়ে এগিয়ে যাচ্ছেন জননেত্রী শেখ হাসিনা, এগিয়ে যাচ্ছে বাংলাদেশ। মুক্তিযুদ্ধের চেতনায় উজ্জীবিত কুমিল্লা শিক্ষাবোর্ড কর্মকর্তা ও কর্মচারীরাও আজ বঙ্গবন্ধু কন্যা প্রধামন্ত্রী শেখ হাসিনা ঘোষিত ভিশন বাস্তবায়নে নিরলসভাবে কাজ করছে।

সোমবার (২৮ সেপ্টেম্বর) বিকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৪তম জন্মদিন উপলক্ষে কুমিল্লা শিক্ষাবোর্ড ভবনে স্থাপিত ‘বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধ’ কর্ণার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

এর আগে সকালে আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৪তম জন্মদিন উপলক্ষে শিক্ষাবোর্ড ক্যাম্পাসে বৃক্ষ রোপণ করা হয়।

‘বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধ’ কর্ণার উদ্বোধনী অনুষ্ঠানে প্রফেসর আবদুস ছালাম আরও বলেন, বঙ্গবন্ধু ও বাংলাদেশ একই সূত্রে গাঁথা। বঙ্গবন্ধুকে বাদ দিয়ে বাংলাদেশ হয় না। নতুন প্রজন্মের সামনে বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধকে তুলে ধরতে মুজিববর্ষে আমরা ‘বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধ’ কর্ণার স্থাপনের উদ্যোগ গ্রহণ করেছি। এতে বঙ্গবন্ধুর জন্ম থেকে শুরু করে বর্ণাঢ্য জীবন সংগ্রামের নানা দুর্লভ ছবি আমরা সংগ্রহ করেছি। এখানে স্থান পাওয়া নানা আলোকচিত্রের মাধ্যেমে মুক্তিযুদ্ধের ইতিহাসকে আমরা তুলে ধরার চেষ্টা করেছি। এর মধ্যদিয়ে বোর্ডে সেবা নিতে আসা শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকরা কাজের ফাঁকে এখানে এসে বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধের ইতিহাসকে জানার সুযোগ  পাবে  ‘মুজিববর্ষ’ স্মরণীয় করে রাখতে ইতিমধ্যে আমরা শিক্ষাবোর্ড ক্যাম্পাসে ‘বঙ্গবন্ধু ম্যুরাল’ স্থাপন করেছি।

প্রধামন্ত্রীর সুযোগ্য নেতৃত্ব ও বিচক্ষনতার প্রসঙ্গ টেনে প্রফেসর আব্দুস ছালাম বলেন, জাতির আস্থার মূর্ত প্রতীক বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা। এক যুগ ধরে অগ্রযাত্রার মোড়কে যে বাংলাদেশকে চিনছে, দেখছে বিশ^বাসী, এই বাংলাদেশের উন্নয়ন, অগ্রগতি ও সমৃদ্ধির রূপকার প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন শিক্ষাবোর্ডের সচিব প্রফেসর নূর মোহাম্মদ, কলেজ পরিদর্শক প্রফেসর জহিরুল ইসলাম পাটোয়ারী। শিক্ষাবোর্ড কর্মচারী সমিতির সভাপতি মো: আবদুল খালেক অনুষ্ঠান সঞ্চালনা করেন। এসময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পরীক্ষা নিয়ন্ত্রক ড. মো: আসাদুজ্জামান, বিদ্যালয় পরিদর্শক প্রফেসর আজহারুল ইসলাম ,উপ পরিচালক (হিসাব ও নিরীক্ষা) মোহাম্মদ ছানাউল্যাহ ও উপসচিব (প্রশাসন) জনাব এ. কে. এম সাহাবউদ্দিন, উপ-পরীক্ষা নিয়ন্ত্রক মোহাম্মদ শহিদুল ইসলামসহ বোর্ডের সকল কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।

উদ্বোধন শেষে স্বাধীনতা যুদ্ধে আত্মত্যাগকারী শহীদ, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তাঁর পরিবারের শাহাদাতবরণকারীদের আত্মার মাগফেরাত এবং দেশ ও জাতির সমৃদ্ধি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার দীর্ঘায়ু কামনা করে দোয়া অনুষ্ঠিত হয়।

#দেশ-বিদেশের গুরুত্বপূর্ণ খবর জানতে protisomoy ফেসবুক পেইজে লাইক দিয়ে এবং protisomoy news ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করে অ্যাকটিভ থাকুন। 

Last Updated on September 28, 2020 5:28 pm by প্রতি সময়

শেয়ার করুন
এই ধরনের আরও খবর...

বিস্তারিত জানতে ছবিতে ক্লিক করুন।

themesba-lates1749691102