দেশের দ্বিতীয় বৃহত্তম কৃষিপণ্য বাজার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাশে গড়ে ওঠা নিমসার সবজি বাজার থেকে সব ধরনের খাজনা ও টোল আদায় স্থগিত করেছে প্রশাসন।
নিমসার বাজারে এক পণ্য থেকে তিন দফায় খাজনা-টোলের নামে অতিরিক্ত টাকা আদায়ের অভিযোগের ভিত্তিতে রোববার (২৭ অক্টোবর) সব ধরনের খাজনা ও টোল আদায় স্থগিত করে কুমিল্লা জেলা দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ টাস্কফোর্স।
কুমিল্লার বুড়িচং উপজেলার সহকারী কমিশনার (ভূমি) সোনিয়া হক জানিয়েছেন হাইকোর্টের নির্দেশনা থাকায় পরবর্তী নির্দেশনা না দেয়া পর্যন্ত এ টোল এবং খাজনার টাকা আদায় বন্ধ থাকবে।
টাস্কফোর্স অভিযান চলাকালে ব্যবসায়ীরা অভিযোগ করেন, এ কাঁচাবাজারের প্রতিটি দোকান থেকে ইজারার বাইরেও চাঁদার টাকা আদায় করা হতো। স্থানীয় প্রান্তিক চাষিরা ঝুড়িতে করে কাঁচা শাকসবজি আনলেও ঝুড়ি পড়তেই অন্তত ৩০০ টাকা দেয়া লাগত চাঁদাবাজদের। এ ছাড়া যেকোনো ব্যবসায়ী অল্প পরিমাণে শাকসবজি বিক্রি করলেও প্রতি আঁটি বা কেজিপ্রতি চাঁদাবাজদের টাকা দিতে হতো। চাঁদাবাজির কারণেই পাইকারি বাজার থেকে শাকসবজি কিনে নিয়ে খুচরা বাজারে বেশি দামে
বিক্রি করতে হয়।
Last Updated on October 27, 2024 6:05 pm by প্রতি সময়