শনিবার, ০৯ ডিসেম্বর ২০২৩, ০৫:২৪ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
সংসদ নির্বাচনকে সামনে রেখে কুমিল্লার সাত ইউএনও-ওসির রদবদল জীবনের প্রতিটি ক্ষেত্রেই তথ্যের আবশ্যকতা রয়েছে : বাউবি কুমিল্লা অঞ্চলের পরিচালক হিমেল-তৌসিফের নেতৃত্বে কুবি আইটি সোসাইটি কুমিল্লা এলজিইডিতে জেন্ডার ভিত্তিক সহিংসতা প্রতিরোধে সভা অনুষ্ঠিত আজ ঐতিহাসিক ৮ ডিসেম্বর, কুমিল্লা মুক্ত দিবস পেশাগত স্বচ্ছতাই পারে সমাজে সত্য ও সুন্দর প্রতিষ্ঠায় ইতিবাচক ভূমিকা রাখতে : কুমিল্লা প্রেসক্লাব সভাপতি কুমিল্লা শিক্ষা বোর্ডে মহান বিজয়ের মাস জুড়ে কর্মসূচির উদ্বোধন কুমিল্লা নগরীর উনাইসারে বাসে আগুন দেবিদ্বার আসনের স্বতন্ত্র প্রার্থী আবুল কালাম আজাদকে হুমকি : স্বেচ্ছাসেবকলীগ নেতাকে নির্বাচনি অনুসন্ধান কমিটির নোটিশ ব্রাহ্মণপাড়ায় বাল্য বিয়ে থেকে রক্ষা পেল সপ্তম শ্রেণীর ছাত্রী কুবিতে ভলিবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন ফিন্যান্স ও বাংলা বিভাগ দলবদল ডিগবাজি নয়, সাংবিধানিক অধিকার : ব্যারিস্টার শাহজাহান ওমর মুরাদনগরে পল্লী বিদ্যুৎ সমিতির বিরুদ্ধে সেবা প্রত্যাশি ও গ্রাহকদের নানা অভিযোগ কুমিল্লার ১১টি আসনে নির্বাচনি নির্বাচনপূর্ব অনিয়ম প্রতিরোধ ও নিয়ন্ত্রণে অনুসন্ধান কমিটি জীবনধারার পরিবর্তনই নিজের ও পরিবারের সবার হার্টকে সুস্থ রাখবে : ডা. তৃপ্তীশ কুমিল্লার ১১টি আসনে ৫৬ জনের মনোনয়ন বৈধ ঘোষণা কুমিল্লার ৫টি সংসদীয় আসনে ২৯ জনের মনোনয়ন বৈধ, বাতিল ও স্থগিতের তালিকায় হেভিওয়েট ৯ স্বতন্ত্র প্রার্থী দাউদকান্দি-তিতাস এলাকায় মেরিন ফিশারী একাডেমি প্রতিষ্ঠা করা হবে : ইঞ্জিনিয়ার সবুর ভূমিকম্পে কুবির আবাসিক হলের দেয়ালে ফাটল মনোনয়ন বাতিলের ষড়যন্ত্র চলছে, সংবাদ সম্মেলনে কুমিল্লা-৭ আসনের স্বতন্ত্র প্রার্থী টিটুর অভিযোগ

দেশ ও জনগণ রক্ষায় বৃক্ষরোপণ করতে হবে: আবদুল মতিন খসরু এমপি

মো. জাকির হোসেন, স্টাফ রিপোর্টার, কুমিল্লা
  • আপডেট টাইম বৃহস্পতিবার, ১৬ জুলাই, ২০২০
  • ৩২১ দেখা হয়েছে

সাবেক আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী, কেন্দ্রীয় আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য অ্যাডভোকেট আবদুল মতিন খসরু বলেছেন, দেশ ও জনগণ রক্ষায় বৃক্ষরোপণ করতে হবে। বৃক্ষরোপণের বিষয়ে জনগণকে সচেতন করতে হবে।

জাতিরজনক বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা মুজিব শতবর্ষ উপলক্ষে সারাদেশে বৃক্ষরোপন উপলক্ষে এক কোটি গাছের চারা রোপণের উদ্বোধন করেছেন।জাতিরজনকের জন্ম শতবার্ষিকী স্মরণীয় করে রাখতে আমরা বৃক্ষরোপনের মধ্যদিয়ে দেশে সবুজ বিপ্লব ঘটাবো।

বৃহস্পতিবার (১৬ জুলাই)দুপুরে ‘মুজিব বর্ষের আহবান লাগাই গাছ বাড়াই বন’ এ প্রতিপাদ্য  সামনে রেখে সারা দেশের ন্যায় কুমিল্লা জেলার বুড়িচং উপজেলায় বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করে এমপি আবদুল মতিন খসরু ভিডিও কনফারেন্সে এসব কথা বলেন।

বড়িচং উপজেলা প্রশাসন ও সামাজিক বন বিভাগ কুমিল্লার আয়োজনে এ অনুষ্ঠানে এমপি আবদুল মতিন খসরু আরও বলেন, এলাকার সকল বড় বড় সড়ক ও হাইওয়ের পাশে বেশি বেশি করে বৃক্ষরোপণ করতে হবে। বড় বড় ঝড়-তুফান থেকে বৃক্ষ আমাদেরকে রক্ষা করে। সম্প্রতি বয়ে যাওয়া ঘূর্ণিঝড় আম্পান থেকে সুন্দরবন তারা বুক ঢেলে দিয়ে বাংলাদেশের মানুষ ও সম্পদকে রক্ষা করেছে। তাই আমাদেরকে বিভিন্ন স্কুল-কলেজ, শিক্ষা-প্রতিষ্ঠানসহ পতিত জমিতে বৃক্ষরোপণ করে সবুজের বিপ্লব ঘটাতে হবে।

তিনি বলেন, উপজেলা সামজিক বন বিভাগের উদ্যোগে বিভিন্ন ৮৫টি শিক্ষা-প্রতিষ্ঠান এবং নয় ইউনিয়নের চেয়ারম্যান ও জনপ্রতিনিধিগণের মাধ্যমে পতিত জমিতে বৃক্ষরোপণের জন্য প্রায় ২০ হাজার ৩শ ২৫টি বিভিন্ন প্রজাতির ফলজ, বনজ, ঔষধি-কাঠগাছ বিনামূল্যে বিতরণ করা হবে।

বুড়িচং উপজেলা নিবাহী অফিসার ইমরুল হাসানের সভাপতিত্বে উপজেলা সামাজিক বন বিভাগের কর্মকর্তা এ কে এম লুৎফুল্লার সার্বিক তত্ত্বাবধানে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান আখলাক হায়দার, বুড়িচং উপজেলার স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোঃ মীর হোসেন মিঠু, বুড়িচং থানার অফিসার ইনচার্জ মোঃ মোজাম্মেল হক পিপিএম, উপজেলা আওযামীলীগের সাংগঠনিক সম্পাদক মশিউর রহমান খান, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা রোকসানা খানম মুন্নি, উপজেলা শিক্ষা অফিসার রৌওশানারা বেগম।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা যুবলীগ নেতা হাজী মোঃ বিল্লাল হোসেন, উপজেলা যুবলীগ নেতা সাবেক ছাত্রলীগের সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার মোঃ বাশির খান, যুবলীগ নেতা সুমন ভূঁইয়া, সোহাগ, মিজানুর রহমান খান, আব্দুল কাইয়ুম, আতিক, জহিরুল ইসলাম, ছাত্রলীগ নেতা মোঃ জিয়াউর রহমান খান হিমেল, মোঃ গিয়াস্ উদ্দিন, জাহিদ, সুমন, আলামিন, মুরাদ, পাখি, পলক, রিপন খান, রবিউল্লাহ প্রমুখ।

Last Updated on July 16, 2020 2:22 pm by প্রতি সময়

শেয়ার করুন
এই ধরনের আরও খবর...

বিস্তারিত জানতে ছবিতে ক্লিক করুন।

themesba-lates1749691102