রবিবার, ০৩ ডিসেম্বর ২০২৩, ০৪:৪৬ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
ভূমিকম্পে কুবির আবাসিক হলের দেয়ালে ফাটল মনোনয়ন বাতিলের ষড়যন্ত্র চলছে, সংবাদ সম্মেলনে কুমিল্লা-৭ আসনের স্বতন্ত্র প্রার্থী টিটুর অভিযোগ এমপি রাজি মোহাম্মদ ফখরুলকে নির্বাচনি অনুসন্ধান কমিটির কারণ দর্শানো নোটিশ কুমিল্লায় ভূমিকম্প আতঙ্কে ২০ জন আহত দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল কুমিল্লার রামগঞ্জ অঞ্চল ভবিষ্যত গঠনে সর্বোত্তম সময় ছাত্রজীবন অনূর্ধ্ব-১৮ ক্রিকেটে চ্যাম্পিয়ন কুমিল্লা জেলা দল মুরাদনগরের কোম্পানীগঞ্জে দেশীয় মুখরোচক খাবার নিয়ে আল সৌদিয়া রেস্তোরাঁর যাত্রা শুরু বরুড়ায় সাবেক শিক্ষার্থীদের সংগঠন বৃত্তি দিল অধ্যয়নরত শিক্ষার্থীদের কুমিল্লায় স্বতন্ত্র প্রার্থীর পক্ষ নেওয়ায় আওয়ামী লীগ নেতার ওপর হামলা মৃত্যুর আগে ‘বীর নিবাস’ ঘরে বসত হলো না মুক্তিযোদ্ধা মোবারক উল্লাহর মহাসড়কে আতঙ্কের আরেক নাম লাইসেন্সবিহীন কিশোর চালক # যাত্রীদের গন্তব্যে পৌঁছার প্রতিটি মুহূর্ত দুর্ঘটনা ঝুঁকিতে কুমিল্লায় ডিসির স্বাক্ষর জাল করে ভুয়া দলিলে সরকারি ভূমি দখলের অভিযোগ # তদন্তে অভিযোগ প্রমানিত হলেও মামলা কিংবা অবৈধ স্থাপনা উচ্ছেদ হয়নি কুমিল্লার ১১টি আসনে মনোনয়ন জমা দিলেন যারা কুমিল্লার ১১টি আসনে ১২১ জন প্রতিটি মানুষকে মনে রাখতে হবে সুস্থ হার্ট সুস্থ জীবন : ডা. তৃপ্তীশ কোটবাড়ি এলাকায় তিশা পরিবহনের তিন বাসে আগুন উৎসবমুখর পরিবেশে এমপি বাহারের মনোনয়নপত্র দাখিল ব্রাহ্মণপাড়া উপজেলা চেয়ারম্যানের পদ থেকে আবু জাহেরের পদত্যাগ # স্বতন্ত্র প্রার্থী হবেন কুমিল্লা-৫ আসনে কুমিল্লার মুরাদনগরে সড়ক ও জেলা পরিষদের জায়গা দখল করে অবৈধ স্থাপনা # ভাড়া ও বরাদ্দের নামে লাখ লাখ টাকা চাঁদাবাজি

দেশ বরেণ্য চিকিৎসক ডা. প্রাণ গোপালকে নিয়ে ফেসবুকে অপপ্রচারের প্রতিবাদ জানাল কুমিল্লা জেলা মুক্তিযোদ্ধা সংসদ

প্রতিসময় রিপোর্ট
  • আপডেট টাইম রবিবার, ৫ সেপ্টেম্বর, ২০২১
  • ১১৫ দেখা হয়েছে
# ডা. প্রাণ গোপাল দত্ত। (ফাইলফটো)

প্রধানমন্ত্রী শেখ হাসিনার নাক-কান-গলা বিষয়ক চিকিৎসক ও কুমিল্লা উত্তর জেলা আওয়ামীলীগের সহসভাপতি বীর মুক্তিযোদ্ধা,স্বাধীনতা পদকপ্রাপ্ত চিকিৎসক অধ্যাপক ডাঃ প্রাণ গোপাল দত্তকে জড়িয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে অপপ্রচারের তীব্র নিন্দা এবং এসব ফেকআইডির অন্তরালে থাকা দুষ্টচক্রদের খুঁজে বের করে আইনের আওতায় আনার দাবী জানিয়েছে কুমিল্লা জেলা মুক্তিযোদ্ধা সংসদ।

রাজনীতির মাঠে নামলেই দেশ বরেণ্য চিকিৎসক কুমিল্লার কৃতি সন্তান, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) সাবেক উপাচার্য (ভিসি) ডা. প্রাণ গোপাল দত্তের বিরুদ্ধে রাজনৈতিক প্রতিহিংসায় মেতে উঠে একটি চক্র। সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে এসপি শাকিব হোসেনই নামে একটি আইডি থেকে সম্ভবত খালেদা জিয়া প্রধানমন্ত্রী থাকাকালীন সময়ে কোন একটি অনুষ্ঠানে বৃক্ষরোপণের একটি ছবি শেয়ার করা হয়। ছবিতে খালেদা জিয়ার অদূরে দাঁড়ানো অস্পষ্ট একটি ব্যক্তিকে গোল বৃত্ত দিয়ে চিহ্নিত করে বুঝানো হয় ব্যক্তিটি ডা. প্রাণ গোপাল দত্ত।ছবির ক্যাপশনের লেখা হয় -আদৌ  ডা. প্রাণ গোপাল দত্ত আওয়ামীলীগের দলীয় পোষ্ট পাওয়ার যোগ্যতা রাখে?? খলনায়ক খলনায়কই থেকে যায়। পরে এই ছবি ও ক্যাপশন “কাজী ইয়াছিন অভি” নামের একটি ফেইসবুক আইডি থেকে শেয়ার করা হয়।

কাজী ইয়াছিন অভি কুমিল্লা চান্দিনা উপজেলা ছাত্রলীগের সভাপতি।এ বিষয়ে জানতে চাইলে কাজী ইয়াছিন অভি জানান, তার ফেইসবুক আইডি ভেরিফাইড করা। যে আইডি থেকে অপ্রপচার চালানো হয়েছে এটা অন্য কেউ চালায়।

এদিকে দেশের স্বনামধন্য চিকিৎসক ও বীর মুক্তিযোদ্ধা ডা. প্রাণ গোপাল দত্তকে নিয়ে ফেসবুকে কুরুচিপূর্ণ, মানহানিকর, অশালীন এবং আক্রমনাত্মক কথা লিখে অপপ্রচারের প্রতিবাদ জানিয়েছেন বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ, কুমিল্লা জেলা কমান্ডের পক্ষে কমান্ডার সফিউল আহমেদ বাবুল।

তিনি বলেন,দেশের স্বাধীনতা অর্জনে ডা. প্রাণ গোপাল দত্তের রয়েছে অসামান্য অবদান।১৯৭১ সালে তিনি ভারতের আগরতলায় মুজিব বাহিনীর ইস্টার্ন সেক্টরের আঞ্চলিক ছাত্র লিয়াজোঁ অফিসার অধ্যাপক সৈয়দ রেজাউর রহমান এবং মুজিব বাহিনীর সর্বাধিনায়ক শেখ ফজলুল হক মনির অধীনে বিএলএফ এর সক্রিয় সদস্য হিসেবে বাংলাদেশকে একটি স্বাধীন রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠিত করার ক্ষেত্রে অনন্য ভূমিকা রেখেছেন। কুমিল্লার গর্ব, দেশের গর্ব এই মানুষটিকে নিয়ে যারা রাজনৈতিক প্রতিহিংসা চরিতার্থ করার হীন উদ্দেশ্যে ফেসবুকে বিভিন্ন ফেক আইডি থেকে অপ্রচার চালাচ্ছে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হোক।

কুমিল্লা জেলা মুক্তিযোদ্ধা সংসদ এর পক্ষ থেকে কমান্ডার সফিউল আহমেদ বাবুল ওইসব ফেকআইডির অন্তরালে থাকা দুষ্ট চক্রদের খুঁজে বের করে আইনের আওতায় আনতে আইসিটি নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ ও প্রশাসনের দৃষ্টি আকর্ষন করেন।

এদিকে ফেসবুকের অপপ্রচারে বিব্রত ডা. প্রাণ গোপাল দত্ত বলেন, আগামী ৭ অক্টোবর চান্দিনা আসনের উপনির্বাচন অনুষ্ঠিত হবে। মূলত নির্বাচনে আমার জনপ্রিয়তা দেখে রাজনৈতিক প্রতিপক্ষ ফেসবুকে অপপ্রচার শুরু করছে। আমি বিষয়টির তীব্র প্রতিবাদ জানাই। যদি ভবিষ্যতে কেউ এমন কিছু করে আমি আইনগত পদক্ষেপ গ্রহণ করবো।

# দেশ-বিদেশের গুরুত্বপূর্ণ খবর জানতে (protisomoy) ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।

Last Updated on September 5, 2021 7:24 pm by প্রতি সময়

শেয়ার করুন
এই ধরনের আরও খবর...

বিস্তারিত জানতে ছবিতে ক্লিক করুন।

themesba-lates1749691102