
শিক্ষা,শিল্প,সাহিত্য মানুষকে চিন্তাশীলতার ভেতর দিয়ে নতুন চেতনার পথ দেখায়। অনলাইন নিউজপোর্টাল ‘প্রতিসময়’ এর শিক্ষা-সাহিত্য বিভাগে আপনিও যুক্ত হতে পারেন সৃজনশীল লেখা নিয়ে। সপ্তাহের শনিবার ও মঙ্গলবারের আয়োজনে আজকে শিক্ষা-সাহিত্য বিভাগে প্রকাশ করা হল ডা. ইকবাল আনোয়ার এর ‘দুধ জোছনার কাচ’ কাব্যগ্রন্থ থেকে নেয়া একটি কবিতা।কুমিল্লার বিশিষ্ট শিশুরোগ বিশেষজ্ঞ চিকিৎসক ইকবাল আনোয়ার একজন শিল্প-সংস্কৃতিমনা মানুষ। যিনি তার জীবনধারায় আত্মিকভাবে লালন করেন বাংলা সাহিত্যকে।মূলত মেডিকেলে পড়াকালীন সময়েই সাহিত্যচর্চা বিশেষ করে কবিতা, ছড়া, নাটক লেখা, অভিনয় ও নির্দেশনা এবং আঁকাআাঁকি, দেয়াল পত্রিকা প্রকাশের সঙ্গে যুক্ত হন।বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন-বিএমএ কুমিল্লা জেলার সভাপতির দায়িত্ব পালন করেছেন।কুমিল্লার জনপ্রিয় চিকিৎসক ইকবাল আনোয়ারের প্রিয় সখের মধ্যে রয়েছে বই পড়া, বাগান করা ও গান গাওয়া।
দোষ থাকলেই মানুষ
দোষ থাকলেই মানুষ
শুদ্ধ করার ইচ্ছেও তার নেই।
আধেক ঘৃণা আধেক প্রেম
এটাই তার সর্বকালের দোষ
দোষ না থাকলে শূন্য ঝাঁপি ফানুস
দোষ থাকলেই মানুষ
শুদ্ধ করার ইচ্ছে কি তার নেই?
আমি একজন মানুষ
মানুষ বলেই ভালোবাসি মানুষ
শুদ্ধ করার ইচ্ছে কি আর নেই?
আমার ঘৃণা শুধরে নেব
তোমার ঘৃণায় ঘষে
যদি তুমিও মানুষ হও
নয়তো আমার অন্ধ প্রেম
তারার মতো খসে
বুঝবো আমি দেবী তুমি
মানুষ তুমি নও।
আমি একজন মানুষ
মানুষ বলেই ভালোবাসি মানুষ
এটাই আমার দোষ
দোষ থাকলেই মানুষ
শুদ্ধ করার ইচ্ছেও আর নেই।
# দেশ-বিদেশের গুরুত্বপূর্ণ খবর জানতে প্রতিসময় ডট কম ( protisomoy.com) এ চোখ রাখুন এবং প্রতিসময় protisomoy ফেসবুক পেইজে লাইক দিন। এছাড়াও protisomoy ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেলবাটন ক্লিক করে নতুন নতুন সংবাদ ও বিনোদন ভিডিও পেতে আমাদের সাথে থাকুন। ধন্যবাদ
Last Updated on January 30, 2021 11:39 am by প্রতি সময়
এই ধরনের আরও খবর...