নাম তার ইসরাত জাহান রেইলি।বয়স উনিশের কোঠায়।থাকেন রাজধানী ঢাকার উত্তর সিটি করপোরেশন এলাকার মিরপুরের দারুসসালাম থানা এলাকায়।এ তরুণী দীর্ঘদি ধরে তার নিজ নামে একাধিক ফেসবুক আইডি, পেজ ও টুইটার খুলে ধর্ম অবমাননাকর প্রচারণা চালিয়ে আসছিল।
অবশেষে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক ও টুইটারে ধর্ম অবমাননাকর প্রচারণা চালানোর অভিযোগে রাজধানীর মিরপুর এলাকা থেকে ইসরাত জাহান রেইলি (১৯) নামে এক তরুণীকে আটক করেছে র্যাব।
বৃহস্পতিবার (৫ নভেম্বর) রাতে র্যাব-৪-এর একটি দল মিরপুরের দারুসসালাম থানা এলাকা থেকে তাকে আটক করে।
শুক্রবার (৬ নভেম্বর) দুপুরে র্যাব-৪ এর সহকারী পরিচালক (অপস) সহকারী পুলিশ সুপার জিয়াউর রহমান চৌধুরী জানান, ইসরাত জাহান রেইলি নামে ওই তরুণী নিজ নামে সাতটি ফেসবুক আইডি, দুটি ফেসবুক পেজ এবং টুইটার আইডি থেকে দীর্ঘদিন ধরে ধর্মীয় উসকানি ও বিদ্বেষমূলক পোস্ট করে আসছিলেন।
তার একাধিক ফেসবুক আইডি নিষ্ক্রিয় হয়ে যাওয়ার পর তিনি নতুন আইডি খুলে এ ধরনের বিদ্বেষ ছড়াচ্ছিলেন। জিয়াউর রহমান চৌধুরী আরও জানান, আটক ইসরাত জাহান অভিযোগের সত্যতা স্বীকার করেছেন। এ ঘটনায় তার বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা প্রক্রিয়াধীন।
(জাগো নিউজ ২৪ অবলম্বনে)
# দেশ-বিদেশের গুরুত্বপূর্ণ খবর জানতে প্রতিসময় (protisomoy) ফেসবুক পেইজে লাইক দিন। এছাড়া protisomoy news ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন ও বেলবাটন ক্লিক করে নতুন নতুন নিউজ পেতে অ্যাকটিভ থাকুন।
Last Updated on November 6, 2020 4:30 pm by প্রতি সময়