কুমিল্লার বরুড়া উপজেলার হাজী নোয়াব আলী উচ্চ বিদ্যালয় কেন্দ্রে নকল করতে বাঁধা দেয়া এবং কেন্দ্রে কড়াকড়ি ব্যবস্থার অভিযোগ তুলে শিক্ষকদের ওপর হামলা করেছে শিক্ষার্থীরা। পরীক্ষা শেষে বেশ কয়েকজন উচ্ছৃঙ্খল পরীক্ষার্থী ও বহিরাগতরা মিলে উত্তরপত্র ছিনিয়ে নেওয়ারও চেষ্টা করে বলে জানা গেছে।
এ ঘটনায় ৬জন আহতের খবর দিয়েছেন এলাকাবাসী। বরুড়া উপজেলায় মঙ্গলবারের পরীক্ষায় পরীক্ষার্থী ও শিক্ষক সহ ১৩ জনকে বিভিন্ন কেন্দ্র থেকে বহিষ্কার করেছে প্রশাসন।
বরুড়া উপজেলা নির্বাহী অফিসার সাবরিনা আফরিন মুস্তফা বলেন, সম্পূর্ণ নকলমুক্ত পরিবেশে পরীক্ষা হয়েছে। দায়িত্বে অবহেলার কারণে কয়েকজন শিক্ষককে অব্যহতি দেওয়া হয়েছে।
বরুড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. ফিরোজ হোসেন জানান, হাজী নোয়াব আলী উচ্চ বিদ্যালয়ের গোলযোগের খবর পেয়ে আমরা সাথে সাথে ব্যবস্থা নিয়েছি। বিশৃঙ্খল পরিস্থিতি দ্রুত নিয়ন্ত্রনে আনা হয়েছে। পরীক্ষার খাতা ছিনিয়ে নেবার সময়ও টের পেয়ে পুলিশ সেগুলো রক্ষা করে শিক্ষা বোর্ডে পাঠানোর ব্যবস্থা করে।
কেন্দ্রের কয়েকজন শিক্ষক জানান, আমরা কাউকে বহিঃস্কার করেনি। বাহির থেকে কোন নকল সরবাহ করতে না পারার কারণে কিছু সংখ্যক পরীক্ষার্থী পরিক্ষা শেষে ভুল অভিযোগ দিয়ে পরিস্থিতি অশান্ত সৃষ্টি করেছে। পুলিশ এতে বাঁধা দিলে বহিরাগত কিছু লোকজন এসে তাদের সাথে যোগ হয়ে পরীক্ষার হলের বাহিরে কয়েকটি ককটেল বিস্ফোরণ ঘটায় এবং স্কুলের দক্ষিণ পাশের বিল্ডিংয়ের কয়েকটি গ্লাস ভাংচুর করে।
বরুড়া হাজী নোয়াব আলী পাইলট উচ্চ বিদ্যালয় কেন্দ্র সচিব মোঃ মেধাদ উদ্দিন বলেন, নকল মুক্ত সুন্দর পরিবেশে পরীক্ষা হয়েছে। পরীক্ষা শেষে বহিরাগত কিছু লোকজন পরীক্ষা হলের বাহিরে গোলযোগ করেছে। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণ করেছে।
Last Updated on May 9, 2023 8:33 pm by প্রতি সময়