কুমিল্লা নগরীর চকবাজার এলাকা থেকে পরিবহনে চাঁদাবাজির সময় তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ।
আটকৃতরা হলেন- কুমিল্লা সদরের পূর্ব চাঁন্দপুর এলাকার মৃত ছালেক মিয়ার ছেলে মোঃ হোসেন (৪৬), গোবিন্দপুর এলাকার মিন্টু মিয়ার ছেলে মোঃ সবুজ (২৫) ও সদর দক্ষিন উপজেলার ধনাজোড় এলাকার মৃত ইব্রাহিম হোসেনের ছেলে মোঃ মোতাহের হোসেন (৪৫)।
এছাড়া তাদের সহযোগি শাসনগাছা এলাকার মৃত আঃ মান্নান এর ছেলে আবু জাহের (৪২) , শুভপুর এলাকার মৃত ইউনুছ মিয়ার ছেলে শরীফুল ইসলাম রাসেল (৪০) ও আশ্রাফপুর এলাকার আলম মিয়া (৪৫) পালিয়ে যায়।
সোমবার বিকালে অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ নাজমুল হাসান বিষয়টি জানান।
পুলিশ জানায়, নগরীর চকবাজার থেকে তেলিকোনাগামী সড়কের ওপর অবস্থান করে কিছু লোক যাত্রীবাহী বিভিন্ন যানবাহনে চাঁদাবাজি করে। তারা চালকদেরকে ভয়ভীতি দেখিয়ে যানবাহনের গতিরোধ করে অবৈধ রশিদের মাধ্যমে চাঁদা আদায় করে থাকে।
এমন অভিযোগে রোববার রাতে কুমিল্লা কোতয়ালী মডেল থানা পুলিশের পরিদর্শক (এসআই) নাজমুল শাকিব ঘটনাস্থলে যায়। এ সময় চকবাজার তেরীপট্টি এলাকায় সড়কের উপর থেকে চাঁদা আদায়ে নিয়োজিত থাকা তিনজনকে গ্রেফতার করে পুলিশ।
গ্রেফতাকৃতদের কাছ থেকে পুলিশ এক হাজার ৯৬০ টাকাসহ চাঁদা আদায়ের বিভিন্ন ভুয়া রশিদ বই জব্দ করে। এ ঘটনায় থানায় মামলা হয়েছে।
Last Updated on January 15, 2024 10:34 pm by প্রতি সময়