কুমিল্লা নগরীর অশোকতলায় সাবেক কাউন্সিলর ও আওয়ামী লীগ নেতা মো. শাহ আলমের তিনতলা বাড়িতে বিক্ষুব্ধ জনতার দেয়া আগুনে সাত জন নিহত হয়েছেন।
মঙ্গলবার (৬ আগস্ট) সকালে বাড়িটি থেকে লাশ উদ্ধার করা হয়।
নিহতরা হলেন- নগরীর অশোকতলা এলাকার আশিক (১৪), শাকিল হোসেন (১৪), শাওন (১২), রনি (১৬) ও মহিন উদ্দিন (১৭), মাহফুজুর রহমান (২২) ও অজ্ঞাতনামা আরো এক কিশোর।
স্থানীয় লোকজন ও প্রত্যক্ষদর্শীরা জানায়, সোমবার রাত ৮টার দিকে বিক্ষুব্ধ জনতা নগরীর অশোকতলা এলাকায় কুমিল্লা সিটি করপোরেশনের ৭ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং ওই ওয়ার্ডের আওয়ামী লীগের সাবেক সভাপতি শাহ আলম খানের বাড়িতে হামলা চালায়। একপর্যায়ে কয়েকজন বাড়িটির তিনতলায় উঠে পড়ে। এ সময় অন্যরা বাড়িটির নিচতলায় আগুন লাগিয়ে দেয়। পরে তিনতলায় অবস্থানকারীরা ধোঁয়ায় শ্বাস বন্ধ এবং আগুনে পুড়ে মারা যায়।
এবিষয়ে জানতে কুমিল্লা কোতয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফিরোজ হোসেনের মুঠোফোনে মঙ্গলবার বিকেলে একাধিকবার কল করা হলেও তিনি রিসিভ করেননি।
Last Updated on August 6, 2024 7:42 pm by প্রতি সময়