মৌসুমী বায়ুমন্ডলের প্রভাবের কারণে গত কয়েকদিনের বৃষ্টিপাতে কুমিল্লার জনজীবনে সীমাহীন দুর্ভোগ নেমে এসেছে। আর সেই সাথে যোগ হয়েছে সড়কের দুরাবস্থার ভোগান্তি। খানাখন্দকে ভরপুর, ভাঙ্গাচোরা, ছোটবড় গর্তে কুমিল্লা মহানগরীর প্রবেশদ্বার আলেখাচর-শাসনগাছা সড়কের দূর্গাপুর মেডিসিন কমপ্লেক্স সংলগ্ন এশিয়া মার্কেটের সামনের অংশ ও শাসনগাছা-বুড়িচং সড়কের আড়াইওরা এলাকায় সড়কের বেহালদশায় চরম দুর্ভোগে পড়েছে পথচারি, যানবাহন চালক-যাত্রীরা।
বৃষ্টির পানিতে ডুবে একাকার হয়ে গেছে খানাখন্দকে ভরা সড়ক। ফলে ছোটবড় গর্তের মধ্যে পড়ে প্রতিদিনই দুঘর্টনার ঘটনা ঘটছে। শাসনগাছা ফ্লাইওভারের পশ্চিম প্রান্তে টার্মিনালে প্রবেশদ্বারে কিছু অংশের কার্পেটিং উঠে নষ্ট হয়ে গেছে। টানা বৃষ্টিতে পানি জমে সড়ক দুটির এসব স্থানে ডোবায় পরিনত হয়েছে। এসব বেহালদশার সড়ক নিয়ে মাথা ব্যথা নেই সংশ্লিষ্ট কর্তৃপক্ষের।
রাজধানী ঢাকাসহ জেলার পশ্চিমাঞ্চলের মানুষের জেলা সদর এবং কুমিল্লা মহানগরীর প্রবেশ পথ আলেখাচর থেকে শাসনগাছা সড়ক।এ সড়কের আলেখাচর কোকাকোলা কোম্পানীর পেছনে দূর্গাপুর মেডিসিন কমপ্লেক্সের একটু দক্ষিনে এশিয়া মার্কেটের সামনে কয়েক মিটার রাস্তা ধেবে গেছে বেশ কয়েকমাস আগে। এ স্থানে বৃষ্টির পানি জমে কয়েকটি বড় বড় খানা-খন্দের সৃষ্টি হয়েছে। একটু বৃষ্টি হলেই পানি জমে যায়। গত কয়েকদিনের টানা বৃষ্টিতে গর্ভের গভীরতা বেড়ে গেছে। এতে গর্তে আটকে যাচ্ছে যাত্রীবাহী পরিবহন। বিশেষ করে অটো-সিএনজি মতো হালকা যানবাহনগুলি উল্টে ঘটছে দূর্ঘটনা।
অপরদিকে,বুড়িচং–শাসনগাছা সড়ক দিয়ে বুড়িচং-ব্রাহ্মণপাড়াসহ বিভিন্ন এলাকার লোকজনের ব্যাপক চলাচল রয়েছে। এসড়কটি ওই এলাকার মানুষ শহরে যোগাযোগের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ। কবে সড়কটি পূর্ণাঙ্গ সংস্কার হয়েছে এলাকার কেউ জানে না। সড়কটি এখন চলাচলের ক্ষেত্রে ভোগান্তির অন্যতম কারণ হয়ে দাঁড়িয়েছে।
সড়ক ও জনপথের কুমিল্লার নির্বাহী প্রকৌশলী ড.আহাদ উল্লাহ জানান, বৃষ্টির পানি জমার কারণে সড়ক দুটি কিছু অংশ নষ্ট হয়েছে। সড়কের খানা-খন্দ সৃষ্টি হওয়া অংশ দ্রুত সংস্কার করার জন্য নির্দেশ দেওয়া হয়েছে।
তবে এ নির্দেশ কখন বাস্তবায়ন হবে তা নিয়ে সংশয় প্রকাশ করেছেন শাসনগাছা এলাকার বাসিন্দা আদর্শ সদর উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারন সম্পাদক আহাম্মেদ নিয়াজ পাবেল। তিনি ক্ষোভ প্রকাশ করে বলেন,শহরে প্রবেশের এ প্রধান দুটি সড়কের মাত্র কয়েক মিটার রাস্তা নষ্ট হওয়ার কারণে যাত্রী-চালকরা ভোগান্তির শিকার হচ্ছে। এতে আমাদের সরকারের ব্যাপক উন্নয়ন কর্মকান্ড প্রশ্নবিদ্ধ হচ্ছে।বিষয়টি নিয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সাথে আমি নিজে ও ইউপি চেয়ারম্যানসহ বারবার যোগাযোগ করেও কোন ফল আসছে না। আমার কাছে মনে হচ্ছে সওজের কতিপয় অসাধু কর্মকর্তা সরকারের ভাবমূর্তি ক্ষুন্ন করার এজেন্ডা নিয়েছে।
#দেশ-বিদেশের গুরুত্বপূর্ণ খবর জানতে protisomoy ফেসবুক পেইজে লাইক দিয়ে এবং protisomoy news ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করে অ্যাকটিভ থাকুন।
Last Updated on September 27, 2020 7:01 pm by প্রতি সময়