কুমিল্লায় মোবাইল চুরির ঘটনায় নিয়ে এক যুবককে পিটিয়ে হত্যা করার অভিযোগ পাওয়া গেছে। সোমমবার গভীর রাতে নগরীর ঢুলিপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত সাদ্দাম হোসেন (৩৫) নগরীর উনাইসার এলাকায় ভাড়া থাকতেন। তার গ্রামের বাড়ি জেলার মুরাদনগর উপজেলার রামপুর গ্রামে।
স্থানীয়রা জানান, নিহত সাদ্দাম কুমিল্লা ইপিজেডের ঝুট আনা-নেয়ার শ্রমিক হিসেবে কাজ করতেন। মোবাইল চুরির ঘটনা নিয়ে তাকে পিটিয়ে হত্যা করা হয়েছে।
সদর দক্ষিণ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেবাশীষ চৌধুরী বলেন, শুনেছি সোমবার রাত ১২টা থেকে সাড়ে ১২টায় মোবাইল চুরির ঘটনা নিয়ে সাদ্দামকে পিটিয়ে মেরে ফেলে কয়েকজন লোক। আমরা লাশ উদ্ধার করে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছি। এ বিষয়ে তদন্ত চলছে। হত্যার ঘটনায় মামলা প্রক্রিয়াধীন।
Last Updated on July 11, 2023 9:07 pm by প্রতি সময়