কুমিল্লা নগরীর ঢুলিপাড়া এলাকায় মাদক ব্যবসার প্রতিবাদ করায় ওয়ার্ড ছাত্রলীগ সভাপতিকে কুপিয়ে আহত করেছে এক মাদক কারবারিরা।
গুরুতর আহত ছাত্রলীগ সভাপতি কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
স্থানীয় সূত্র ও আহত ছাত্রলীগ নেতার পরিবার জানায়, এলাকায় মাদক ব্যবসার প্রতিবাদ করায় রোববার (৩০ এপ্রিল) দুপুরে কুমিল্লা সিটি করপোরেশনের ১৯ নং ওয়ার্ডের ঢুলিপাড়া এলাকায় মাদক কারবারি শাহ আলম তার সঙ্গীরা ওয়ার্ড ছাত্রলীগের সভাপতি নুরুজ্জামান সুজনকে পিটিয়ে ও কুপিয়ে গুরুতর আহত করে। আহত ছাত্রলীগ নেতা সুজন ঢুলিপাড়া এলাকায় ফরিদ উদ্দিন আহামেদের ছেলে।
স্থানীয়রা জানায়, ১৯ নং ওয়ার্ডের সকল যুব সমাজ মিলে মাদকের বিরুদ্ধে সভা করে। মাদকের বিরুদ্ধে সভা করার জের রোববার দুপুরে ঢুলিপাড়া চৌমুহনীতে ধারালো অস্ত্র নিয়ে ছাত্রলীগ নেতা নুরুজ্জামান সুজনের উপর হামলা করে নগরীর চর্থা এলাকার নুরু মিয়ার ছেলে শাহ আলম নামের এক মাদক কারবারি ও তার সঙ্গীরা। হামলায় সুজনের পেটে এবং হাতে মারাত্মক ভাবে জখম হয়। পরে স্থানীয়রা গুরুতর আহত সুজনকে উদ্ধার করে কুমিল্লা মেডিকেলে নিয়ে যায়।
আহত ছাত্রলীগ নেতা নুরুজ্জামান সুজন বলেন, আমরা ১৯ নং ওয়ার্ডের সকল যুব সমাজ উদ্যোগ নিয়েছি আমাদের ওয়ার্ডকে মাদকমুক্ত করবো। এরই মধ্যে আমরা কয়েকটি সভা করেছি এবং মানুষকে মাদকের বিরুদ্ধে সচেতন করার জন্য কাজ করছি। আমাদের এই উদ্যোগের কারণে থিরাপুকুর পাড়ের শাহ আলমের মাদক ব্যবসা করতে কিছুটা সমস্যা হয়। শাহ আলম আমাকে কয়েকবার হুমকি দিয়েছে। আজকে ধারালো অস্ত্র নিয়ে সে আমাকে হত্যা করার উদ্দেশ্যে তার সাঙ্গপাঙ্গদের নিয়ে হামলা করে। হামলার পরপরই আমি চকবাজার ফাঁড়ির এস আই রুবেলকে ফোন করি সে এসে দেখে গেছে এবং কুমিল্লা সদর দক্ষিণ থানায় মামলা করার জন্য বলে গেছে।
১৯নং ওয়ার্ড সেচ্ছাসেবক লীগের সাবেক সহ-সভাপতি মো. সাফায়েত বলেন, আমরা মাদকের বিরুদ্ধে অবস্থান নেওয়ার পর থেকেই শাহ আলম আমাদের বিভিন্নভাবে হুমকি ধমকি দিচ্ছে। হামলাকারীদের গ্রেফতার করে দৃষ্টান্তমুলক শাস্তির দাবি জানাচ্ছি।
কুমিল্লা মহানগর ছাত্রলীগের যুগ্ম আহবায়ক নাইমুল হক হিমেল বলেন, শিক্ষা শান্তি প্রগতি ছাত্রলীগের মূলনীতি এ বিশ্বাস নিয়ে ছাত্রলীগের প্রতিটি নেতাকর্মী কাজ করে। মাদক কারবারিরা সমাজের উঠতি তরুণ প্রজন্মকে ধ্বংস করছে। শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করছে। ছাত্রলীগ সবসময় অন্যায়ের প্রতিবাদ করে। ছাত্রলীগ নেতা সুজনও মাদক ও অন্যায়ের প্রতিবাদ করায় তাকে হত্যার উদ্দেশ্য নির্মমভাবে কুপিয়ে ও পিটিয়ে আহত করে। মহানগর ছাত্রলীগ এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছে। আমরা অবিলম্বে আসামীদের দ্রুত গ্রেফতারের দাবী জানাচ্ছি।
Last Updated on April 30, 2023 11:02 pm by প্রতি সময়