কুমিল্লাসহ দেশের বিভিন্ন স্থানে ইয়াবা ও বিভিন্ন ধরনের মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় ও সরবরাহ করে আসছিল কুমিল্লা নগরীর দক্ষিন চর্থা এলাকার মোঃ সুমন মিয়ার ছেলে আরাফাত রহমান (১৯)।
এমন সংবাদের ভিত্তিতে নগরীর নুরপুর চৌমুহনী এলাকায় বুধবার (১৩ সেপ্টেম্বর) বিকেলে বিশেষ অভিযান পরিচালনা করে র্যাব-১১, সিপিসি-২ এর সদস্যরা। এসময় ১ হাজার ৩৬৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ আরাফাত রহমানকে আটক করা হয়।
বৃহস্পতিবার (১৪ অক্টোবর) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন র্যাব-১১, সিপিসি-২, কুমিল্লার কোম্পানী অধিনায়ক উপ-পরিচালক স্কোয়াড্রন লীডার এ কে এম মুনিরুল আলম।
এ বিষয়ে র্যাব জানায়, আটক আরাফাত রহমান একজন মাদক কারবারি। সে মাদক ক্রয়-বিক্রয় ও সরবরাহের কাজে জড়িত। তার বিরুদ্ধে কুমিল্লা কোতয়ালী মডেল থানায় মাদক আইনে মামলা দায়ের করা হয়েছে।
বৃহস্পতিবার তাকে কুমিল্লা আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়।
Last Updated on September 14, 2023 9:08 pm by প্রতি সময়