
কুমিল্লায় কিশোর গ্যাংয়ের ছুরিকাঘাতে নিহত মোঃ শাহাদাত (১৭) খুনের ঘটনায় ১২ জনকে আটক করেছে কোতোয়ালি পুলিশ।
শনিবার (২০ আগস্ট) বিকেলে বিষয়টি নিশ্চিত করে কোতোয়ালি মডেল থানার ওসি সহিদুর রহমান জানান, শুক্রবার রাতভর নগরীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
ওসি জানান, যে ১২ জনকে আটক করা হয়েছে তাদের জিজ্ঞাসাবাদ করছি। যাচাই বাছাই চলছে। সিসিফুটেজ দেখে তাদের সনাক্ত করার চেষ্টা করছি।
ওসি সহিদুর আরো জানান, খুনের ঘটনায় মামলা সন্ধ্যার মধ্যেই মামলা সম্পন্ন হয়ে যাবে।
উল্লেখ্য, শুক্রবার বিকেল ৫ টায় কুমিল্লা নগরীর শিশুপার্ক সড়কে আওয়ার লেডি অব ফাতেমা স্কুলের সামনে কিশোর গ্যাংয়ের সদস্যরা উপর্যুপরি ছুরিকাঘাতে শাহাদাত হোসেন নামে এক কিশোরকে খুন করে। নিহত শাহাদাত নগর শিশু পার্কের একটি রাইডের টিকিট কাউন্টারের সাবেক কর্মচারী। সে নগরীর মোগলটুলি এলাকার গাড়ি চালক মোহাম্মদ ভূঁইয়ার পুত্র ।
Last Updated on August 20, 2022 8:33 pm by প্রতি সময়
এই ধরনের আরও খবর...